যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর এবার নতুন সমস্যায় পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর। চিকিৎসার অংশ হিসেবে ‘টার্গেটেড থেরাপি’ শুরুর পর মুখে ঘা (মাউথ আলসার)-এর সমস্যায় ভুগছেন তিনি।
চলতি বছরের মে মাসে যকৃতের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন দীপিকা। ইতোমধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ১০ জুলাই থেকে শুরু হয়েছে চিকিৎসার পরবর্তী ধাপ ‘টার্গেটেড থেরাপি’। এই থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। এবার সেই আশঙ্কাই সত্যি হলো।
একটি ভিডিওতে দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম জানান, “আজ থেকে দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হলো। এখনও পর্যন্ত ও ভালো আছে।” পরদিন আরেকটি ভিডিওতে তিনি বলেন, “চিকিৎসার দ্বিতীয় দিন, কিন্তু ওর জিভে আলসার হয়েছে।”
ভিডিওতে দীপিকাকে বলতে শোনা যায়, “চিকিৎসক আগেই সাবধান করেছিলেন এই সমস্যা নিয়ে। বলেছিলেন পানি বেশি খেতে। সেটাই করছি। আমি জানি, আমি ঠিক হয়ে যাব।”
অসুস্থতার সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “অস্ত্রোপচারের পর জীবনটাই বদলে গেছে। আগে এক জায়গায় বসে থাকতে পারতাম না, এখন কিছু করার থাকে না। ডাক্তার বলেছেন সক্রিয় থাকতে, কিন্তু মাঝেমধ্যে মনে হয় শুধু বিশ্রাম দরকার।”
ক্যানসার ও শারীরিক যন্ত্রণার মাঝেও দীপিকার মুখে রয়েছে শান্তির হাসি। তার এই সাহস ও ইতিবাচক মনোভাব অনুপ্রেরণা হয়ে উঠেছে ভক্তদের কাছে। দীপিকার দ্রুত সুস্থতা কামনা করছেন সকলে।
এসএন