ক্যারিয়ারে সাময়িক ধাক্কা এলেও থেমে থাকেননি শ্রীলীলা। এবার ২০২৫-এ পরপর দুই বড় বাজেটের ছবি দিয়ে আবারও আলোচনায় এই দক্ষিণী নায়িকা। চলতি শুক্রবারই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘জুনিয়র’, আর ঠিক এক মাস পরে, ২৭ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘মাস জাথারা’।
‘জুনিয়র’ ছবিতে শ্রীলীলাকে দেখা যাবে এক প্রাণবন্ত কলেজছাত্রীর চরিত্রে। বিপরীতে থাকছেন নবাগত কিরিটি রেড্ডি। ছবির একটি গান, ‘ভাইরাল ভাইয়ারি’, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই রোমান্টিক হালকা ছবির সুরে বাজছে যুবসমাজের স্পন্দন।
অন্যদিকে, ‘মাস জাথারা’ ছবিতে আবারও রবি তেজার সঙ্গে জুটি বাঁধছেন শ্রীলীলা। এর আগে এই জুটি ‘ধামাকা’ ছবিতে বিপুল সাফল্য পেয়েছিল। সেই স্মৃতি টানছে দর্শকদের। ফলে ‘মাস জাথারা’ নিয়েও প্রত্যাশার পারদ চড়ছে ক্রমাগত।
এই দুই ছবির মধ্য দিয়েই আবারও ফর্মে ফিরছেন শ্রীলীলা। একসময় যিনি একের পর এক সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছিলেন, এখন তাঁর ক্যালেন্ডার ভর্তি চারটি ছবি নিয়ে।
শ্রীলীলার এই ‘কমব্যাক আর্ক’ দেখাচ্ছে, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শুধু প্রতিভাই নয়, স্ট্যামিনা আর রিস্ক নেওয়ার সাহসও জরুরি। আর এই দুই ছবির সফলতা হয়তো তাঁকে আবার ফিরিয়ে দেবে শীর্ষ নায়িকার আসনে।
এসএন