বাংলা বলায় গ্রেফতার? প্রতিরোধে রাস্তায় নামার ডাক মমতার

ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের ওপর হেনস্তার প্রতিবাদে সোমবার শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা।

এদিন তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সার্কুলার জারি করে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশে পাঠানো ও জেলে ভরে রাখার ষড়যন্ত্র করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম যে বাংলায় হয়েছে, সেখানকার ভাষার উপর আঘাত এলে তা মানা হবে না, প্রয়োজনে লড়াই যাবে দিল্লিতে।

প্রতি বছর একুশে জুলাইয়ের এই মেগা কর্মসূচি থেকে দলের ভবিষ্যৎ রাজনীতির অভিমুখ ঠিক করে দেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। তবে এবার ২১ জুলাইয়ের বাড়তি তাৎপর্য রয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশকারী বনাম বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ। ৩৩তম ‘শহিদ তর্পণে’র মঞ্চ থেকে সেই ইস্যুকেই হাতিয়ার করে ভোটাধিকার ও নাগরিকত্বের রাজনীতিকেই সামনে আনল তৃণমূল।

পাশাপাশি বাংলা বলার জন্য ভিন্ন রাজ্যে হেনস্তার অভিযোগ নিয়ে সুর চড়ালেন মমতা। শহিদ দিবসের মঞ্চ থেকেই বিধানসভা নির্বাচনের ঢাক বাজিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রধান।

রাজ্যটির শাসক দল তৃণমূল কংগ্রেস নেত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, “বাংলা ভাষার উপরে সন্ত্রাস মানছি না, মানব না। বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম এবং সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে এই বাংলা ভাষা। আর কোনও ভাষার এত ব্যাপ্তি নেই। সেই বাংলা ভাষার উপরে যদি অপমান হয়, অত্যাচার হয়, সন্ত্রাস হয় তবে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব।”

এসময় তিনি ঘোষণা দেন, “২৭ জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাভাষী মানুষদের নিয়ে মিছিল মিটিং করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনের রেজাল্ট বের না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

এদিনের সভা মঞ্চ থেকে বিভিন্ন নথি তুলে ধরে মমতা দাবি করেন, “এটা হচ্ছে ভারত সরকারের সেই নোটিফিকেশন। এটা বিজেপি শাসিত রাজ্য সরকারগুলোকে পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে যাকেই সন্দেহ হবে, একমাস ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং কাম্প করে আটকে রাখতে পারবে। যার জন্য প্রায় ১০০০ এর বেশি মানুষ- তাদের কাউকে কাউকে রাজস্থান, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বা ওড়িশার কারাগারে রাখা হয়েছে। কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠানো হয়েছে।”

মমতা বলেন “বিজেপি এখন ঠিক করে দিতে চায় যে কে কী খাবে, কে মাছ খাবে, কে কার মাথা খাবে।”

তিনি বলেন, “যাকে যাকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছিল, তাদের মামলা করে ছাড়িয়ে এনেছি আমরা। এরা বাংলা ভাষায় কথা বলতো বলে আটক রাখা হয়েছিল।”

মমতা বলেন, “আমাদের কোনও ভাষার বিরুদ্ধে সমস্যা নেই। কিন্তু বাংলার ওপর কেন সন্ত্রাস হবে। বাংলা বলার জন্য যদি কোনও বাঙালিকে গ্রেফতার করা হয় তাহলে আমি ছেড়ে কথা বলব না। প্রয়োজনে এই লড়াই দিল্লি পর্যন্ত নিয়ে যাব। আমি এর শেষ দেখে ছাড়ব। আপনারা জানেন আমি কোনও লড়াই লড়লে শেষ দেখে ছাড়ি।”

ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আসামের মুখ্যমন্ত্রী বাংলাভাষীদের বিরুদ্ধে কথা বলছেন। তিনি আসামে পারছেন না, অথচ বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন। নয়তো এমন আন্দোলন গড়ে তুলব, সবাই যাব সেখানে। দেখি কত ডিটেনশন ক্যাম্প, জেলে আমাদের ভরতে পারে।”

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “সবাইকে জেলে ভরে দিচ্ছেন! কিন্তু মনে রাখবেন, আগামী দিনে মানুষই গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরে দেবে। সেদিন আর বেশি দূরে নয়। কেন্দ্রীয় সরকারের ‘অবিচার’ ও ‘বদলার রাজনীতি’ এখন চরমে পৌঁছেছে।”

এরপরই মুখ্যমন্ত্রীর চরম হুঁশিয়ারি, “শহিদ মঞ্চ থেকে দিল্লিকে উৎখাত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, তোমাদের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। যেদিন দিল্লিতে বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন দেব, সেদিন এই লড়াই থামবে।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপ নিয়েও তোপ দাগেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘বিহারে ৪০ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও করতে চাইছে। এটা করলে আমরা ঘেরাও কর্মসূচি করব। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আমরা এটা কিছুতেই হতে দেব না। গোটা বাংলায় ঘেরাও কর্মসূচি হবে। প্রয়োজনে দিল্লিতেও আন্দোলন হবে।”

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশ্যের মমতার বার্তা, “২০২৬ চালের বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে আমাদের জিততে হবে। ওই জয়ের পর আমাদের লক্ষ্য হবে দিল্লির লড়াই। দিল্লি থেকে বিজেপিকে হটাতে হবে।”

দুই দিন আগে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন তা নিয়ে মমতার পাল্টা অভিমত, “বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? বাংলাতে তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে বদল করার দরকার নেই। আগামী দিনে দিল্লিতে পরিবর্তন করতে হবে। দিল্লিতে উৎখাত করার জন্য আজকে বাংলাতে তার ভিত্তিপ্রস্তর করলাম।”

অনুপ্রবেশ ইস্যুতেও এদিন মোদি সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে ‘ধর্মের নামে ভেদাভেদ’ করার অভিযোগও আনেন মমতা। বলেন, “মানুষকে হিন্দু-মুসলমানে ভাগ করে নিজের রাজনীতি বাঁচাতে চাইছে বিজেপি। কিন্তু বাংলার মানুষ সেটা মেনে নেবে না। আমরা সবাই একসঙ্গে থাকি। বাংলা বিভাজনের রাজনীতি মানে না।”

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় লাটভিয়া Sep 14, 2025
img
পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছে সরকার : অ্যাটর্নি জেনারেল Sep 14, 2025
img
দুর্নীতির মামলায় স্ত্রীসহ ছাগলকাণ্ডের মতিউর রহমান রিমান্ডে Sep 14, 2025
img
আমি শিবের ভক্ত, বিষ গিলে ফেলব: মোদি Sep 14, 2025
img
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার Sep 14, 2025
img
ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান Sep 14, 2025
img
ভারতের টপ অর্ডার দ্রুত আউট করাই জয়ের চাবিকাঠি: মালিক Sep 14, 2025
img
বাজে হারে হতাশ হলেও সুপার ফোরের আশা রাখছেন নান্নু Sep 14, 2025
img
ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ২৮ সেপ্টেম্বর Sep 14, 2025
img

সাগর-রুনি হত্যা

১২১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন Sep 14, 2025
img
শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা Sep 14, 2025
img
বিক্ষোভ-সহিংসতায় নেপালের পর্যটন খাতে ২৫০০ কোটি রুপির ক্ষতি Sep 14, 2025
img
৩৩ বছর পর নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়াতে চান ভিপি-জিএস Sep 14, 2025
img
সাংবাদিক পরিচয়ে থাকা মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Sep 14, 2025
img
রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক Sep 14, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয়-যমুনা ঘেরাও Sep 14, 2025
img
জুলাইয়ের শহীদ পরিবারের বরাদ্দ অর্থ এক বছরেও হস্তান্তর হয়নি: শিবির সেক্রেটারি সাদ্দাম Sep 14, 2025
img
ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী Sep 14, 2025
img
চাকসুর নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন করে যুক্ত হয়েছে ১৭৬৮ Sep 14, 2025
ছাত্রদল কি পাশে ছিল না আবিদের? Sep 14, 2025