দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশের হাতছানি দিয়েও তা পূরণ হলো না টাইগার যুবাদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আগেই সিরিজ নিশ্চিত করেছিল আজিজুল হাকিমের দল। তবে শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ১৪ রানে হেরে যেতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।
মঙ্গলবার টস জিতে ব্যাট করে প্রথমে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ৩২০ রান। জাওয়াদ আবরার ৬৮, রিফাত বেগ ৮৬ ও কালাম সিদ্দিক ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। তবে বাকিরা ব্যর্থ হন উল্লেখযোগ্য রান তুলতে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৪.৪ ওভারে। ফলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২৬৪।
এই রান তাড়া করতে নেমে একাই ম্যাচ বের করে আনেন জোরিখ ফন শালকউইক। ১৬৪ রানে অপরাজিত থেকে তুলে নেন দক্ষিণ আফ্রিকার যুবাদের ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০০০ সালে জ্যাক রুডলফ করেছিলেন অপরাজিত ১৫৬। শালকউইকের ইনিংসের পাশাপাশি মুহাম্মদ বুলবুলিয়ার ব্যাট থেকে আসে ৬২ রান।
বাংলাদেশের পক্ষে শাহরিয়া আল-আমিন ২ উইকেট ও আজিজুল ইসলাম নেন ১ উইকেট। তবে প্রোটিয়াদের রানের লাগাম টেনে ধরা বোলার নান্দো সোনিই হয়ে ওঠেন ম্যাচসেরা। তিনি ৬৫ রান খরচায় নেন ৬ উইকেট।
সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে বাংলাদেশের পক্ষে। তবে শেষ ম্যাচে জোরিখ ফন শালকউইকের ঐতিহাসিক ইনিংসে থেমে যায় টাইগার যুবাদের হোয়াইটওয়াশের সম্ভাবনা।
এমকে/এসএন