রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডি সবার মনে দাগ কেটেছে। যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু।
একদিকে মাইলস্টোনের ঘটনা দিনকে দিনকে যেমন আরো জটিল হয়ে ওঠছে, অন্যদিকে দাবি উঠেছে, লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার।
যা ঘিরে তোলপাড় শুরু হয় রাজধানীতে। ছাত্রদের সঙ্গে সংঘর্ষও হয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা সাংস্কৃতিক অঙ্গন, মাইলস্টোনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের দাবি জানাতে দেখা গেছে সবাইকে।
এবার ফেসবুকে পোস্ট করলেন চিত্রনায়ক ওমর সানীও। গতকাল নিজের ফেসবুক আইডি থেকে এ অভিনেতা লেখেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট।'
তিনি আরও বলেন, ‘বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান আপনাকে আমাকে শুধু ডাকে।’
ওমর সানীর পোস্টকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ বলছেন, ‘খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়।’ কারো মন্তব্য, ‘যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।
এমকে/এসএন