হাসপাতালের রিসেপশন ডেস্কে রোগীদের ভিড়। কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন এক মহিলা রিসেপশনিস্ট। এমন সময়, এক ব্যক্তি এসে আচমকাই তাঁকে চুল ধরে টেনে নিয়ে গেলেন—তারপর মেরে চলেছেন ঘুষি, কিল-চড়।
মহারাষ্ট্রের কল্যাণ ক্লিনিক-এর এই দৃশ্য এখন ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে।
২১ জুলাই ঘটে যাওয়া এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
এই ঘটনার বিরুদ্ধে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপূর। নিজের সামাজিক মাধ্যমে তীব্র ভাষায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, “এই লোকটার কারাবাস হওয়া উচিত। কারও গায়ে এভাবে হাত তোলা যায়, এটা সে কীভাবে ভাবল? কী ধরনের পরিবেশে মানুষ এমন হয়, যার মধ্যে অনুতাপ বা মানবিকতা বলে কিছুই নেই?”
ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম গোপাল ঝা। জানা গেছে, তিনি তাঁর শ্যালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। রিসেপশনিস্ট যখন সিরিয়াল অনুযায়ী রোগীদের ডাকছিলেন, তখন গোপাল জোরাজুরি করছিলেন আগে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। সেই সময়ই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এমনকি আরও একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, প্রথমে রিসেপশনিস্ট নাকি গোপালের শ্যালিকাকে চড় মারেন। তার জেরেই ক্ষিপ্ত হয়ে গোপাল ওই কর্মীকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে মারধর করেন।
তবে যেভাবেই হোক, এই ধরণের শারীরিক হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়—এমনই মত জাহ্নবীর। তিনি আরও লেখেন, “আপনার মাথা কীভাবে কাজ করে, সেটা জানার পর আপনি নিজের সঙ্গে কীভাবে বাস করেন? এটা অত্যন্ত লজ্জার বিষয়। আমাদেরও লজ্জা হওয়া উচিত, এমন ঘটনার প্রতিবাদ না করার জন্য। এর কোনও ক্ষমা হতে পারে না।”
ঘটনার তদন্ত চলছে। তবে এই ঘটনার অভিঘাতে আরেকবার আলোচনায় উঠে এল নারী নিরাপত্তা ও সম্মানজনক আচরণের প্রশ্ন।
এসএন