‘সইয়ারা’ ছবি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শকেরা। বহু বছর পরে নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গিয়েছে। কেউ ছবি দেখে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ছেন। কেউ আবার অসুস্থ অবস্থায় স্যালাইন নিতে নিতেও দেখতে যাচ্ছেন ‘সইয়ারা’। এ বার অহান পাণ্ডে ও অনীত পদ্দা অভিনীত এই ছবি দেখে কেঁদে ভাসালেন ভারতী সিংহ।
স্বামী হর্ষ লিম্বাচিয়াকে নিয়ে ছবি দেখতে গিয়েছিলেন ভারতী। ছবি দেখে এসে একটি ভিডিয়োর মাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন কৌতূকাভিনেত্রী। ভিডিয়োয় দেখা যায়, কান্না মুছতে মুছতে ছবি দেখছেন ভারতী। ছবি দেখার পরে তিনি বলেন, “কী অসাধারণ একটা ছবি! ২-৩ বার কেঁদেছি ছবিটা দেখে। শেষটা অসাধারণ। মধুর সমাপ্তি। বহু বছর পরে মোহিত সুরি একটি ছবি তৈরি করলেন এবং মুগ্ধ করলেন। সত্যিই খুব আবেগপ্রবণ ছবি। অবশ্যই এই ছবি দেখুন।”
ভারতী আরও বলেন, “সত্যিই মনে হচ্ছে, কেন এত দেরিতে দেখলাম ছবিটা? আপনাদের সকলের এই ছবিটা দেখতে যাওয়া উচিত। যাঁরা প্রেমে আছেন, তাঁদের তো ভাল লাগবেই। বহু বছর পরে মোহিত স্যর ফিরলেন এবং ছক্কা হাঁকালেন। গানগুলোও বড় ভাল। হর্ষও আবেগপ্রবণ হয়ে পড়েছিল।” ছবির দুই নতুন অভিনেতার প্রশংসাও করেছেন ভারতী।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবি। অনেকেই ‘আশিকি ২’-এর সঙ্গে এই ছবির তুলনা করছেন। ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবির গানও সাড়া ফেলেছে নতুন প্রজন্মের উপর।
এসএন