বুধবার প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ ২’ ছবির প্রচার ঝলক। ছবির এই প্রচার ঝলকে মিমি চক্রবর্তীকে অন্যরূপে দেখে রীতিমতো ঘায়েল হয়েছে দর্শক-অনুরাগীরা। যে মিমি ‘নো কিসিং পলিসি’ মেনে এসেছেন। এতদিন কোনও ছবিতেই সেই অর্থে অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করেননি সেই মিমি কিনা এক্কেবারে ধরা দিলেন বিকিনি লুকে। আর এই রূপে ধরা দিয়ে রীতিমতো আগুন ধরিয়েছেন তিনি সকলের মনে। আমজনতা থেকে ইন্ডাস্ট্রির সদস্য সকলেই মিমির সুখ্যাতি করেছেন। এবার মিমিকে এই লুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি নিজের আগামী ছবি ‘ধূমকেতু’-এর এক সাক্ষাৎকারে এক সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, “ওকে খুব সুন্দর লাগছে এই নতুন লুকে দেখতে। ও ওর কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড। ও যখন কাজটা করে তখন ও কজটার মধ্যেই শুধু থাকে। আর তাছাড়া চরিত্রের স্বার্থে যে চেহারাটা ও তৈরি করেছে সেটা একটা সাধনা। ও ভীষণই ফিটনেস ফ্রিক। আমার আরও ভালো লাগছে যে ছবিতে ওর জন্য একটা গান তৈরি হয়েছে। ও ভীষণ পরিশ্রমী।’
এর আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জমজমাট নাচ করছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাও আবার কোন গানে? দেবের ব্লকবাস্টার সিনেমা ‘রোমিও’র গানে। তা দেখে বোঝা গিয়েছিল মিমি ও শুভশ্রীর মধ্যে যে জটিলতা তৈরি হয়েছিল সেই বরফ গলে জল হচ্ছে। অন্যদিকে মিমির ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানেও নাচ করেছেন শুভশ্রী। এককথায় সেই অনুষ্ঠান একেবারে জমিয়ে দিয়েছিলেন রাজঘরনি। মিমি-শুভশ্রীর নাচের ক্যামেরাবন্দি দৃশ্য ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। যা চর্চার শিরোনামে আসে। এবার মিমির অভিনয়ের প্রশংসা করলেন শুভশ্রী। সুতরাং বলা যায়, নিন্দুকরা যতই ট্রোল-মিমের ‘বন্দুকবাজি’ করুক না কেন, প্রাক্তনেরা যে যাঁর জীবনে দিব্যি রয়েছেন।
এসএন