গণভবনকে মিউজিয়াম করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রবিবার (২৭ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা এলাকায় ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
শিল্প উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদের পতনের ঘটনাগুলোকে কেন্দ্র করেই এই রূপান্তর ঘটছে। এ কাজ আমরা পনেরো-সাড়ে পনেরো বছরের ইতিহাসকে সামনে রেখে এগিয়ে নিচ্ছি। তিনি বলেন, ‘সারা দেশে শহীদদের কবর সংরক্ষণের বাধ্যবাধকতা তৈরির পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলছে। পাশাপাশি জুলাই শহীদদের স্মরণে তাদের ত্যাগকে বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প’ প্রসঙ্গে তিনি বলেন, ‘একনেক সভায় আমি প্রকল্পটি ফেরত দিয়েছি। এর মধ্যে অসংগতি পাওয়া গেছে, তদন্তের প্রয়োজন আছে। পুনরায় পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্য সংলগ্ন স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রথমে শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
ইউটি/এসএন