কোনো চাঁদাবাজকে ছাড় নয়, সে যত প্রভাবশালী হোক : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোক বা যত প্রভাবশালী হোক না কেন। তাদের কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।

এসময় মাদকের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য আমাদের অনেক সংস্থা আছে তাদেরও দায় রয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার দপ্তরে কি নিয়ে আলোচনা হলো, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত সভা ছিল। ওখানে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলবেন।

পুলিশ ও সেনাবাহিনীকে সমন্বয় করে প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে প্রেস সচিব ইতোমধ্যে ব্রিফিং করেছেন। সে বিষয়ে আপনারা সবাই জানেন।

নির্বাচনকে সামনে রেখে পুলিশকে প্রশিক্ষিত করতে সেপ্টেম্বর থেকে একটি প্রশিক্ষণ শুরু হবে, এ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের যে ট্রেনিং সেটা আগস্ট মাস থেকে শুরু করব। প্রশিক্ষণটা এক ব্যাচ যাবে আরেক ব্যাচ আসবে। এভাবে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।

এসপি-ওসিদের বদলি পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসপি ও ওসিদের বদলি এটা চলমান প্রক্রিয়া। এটা হতেই থাকবে। সবসময় পোস্টিং হচ্ছে।

তিনি বলেন, আজকে যে বিষয়ে প্রস্তুতি ও আলোচনা হয়েছে সেটা হলো মাদকের বিষয়ে। মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা কীভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। এজন্য কক্সবাজারে আমাদের বড় একটা উচ্চপর্যায়ের কমিটি গিয়েছিল। তার অর্জনটা কি সেটা দেখার জন্য। আমরা জানতে পেরেছি কিছুটা সুফল আমরা পেয়েছি৷

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মাদক ধরার পরিমাণ অনেক বেড়েছে। মাদক কারবারীও ধরা পড়ছে কিন্তু গডফাদাররা এখনো ধরা পড়ছে না। এই গডফাদারগুলো ধরা না পড়ার জন্য আমাদের কিছু সংস্থা আছে তাদেরও দায় রয়েছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না। কাদের থেকে সহযোগিতা পাচ্ছি না সেটা আপাতত বলকে চাচ্ছি না। কিন্তু অনেক আছে যাদের থেকে আসরা সহযোগিতা পাচ্ছি না এই মাদকের গডফাদারদের ধরার জন্য।

চাঁদাবাজিসহ নানা বিষয় নিয়ে চিরুনি অভিযান চলছিল, সে বিষয়ে অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা গুলশানের চাঁদাবাজদের ধরেছি সেটা বড় করে রিপোর্ট প্রকাশিত হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালীই হোক না কেন।

সমন্বয়ক পরিচয় দিচ্ছে কেউ কেউ, এ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে ছাড়া দেওয়া হবে না। সে যত বড় পরিচয়ই দেয় না কেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রলি সংঘর্ষে প্রাণ গেল যুবকের Dec 24, 2025
img
অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির শীর্ষ লিগের ম্যাচ Dec 24, 2025
img
‘প্রজাপতি ২’ মুক্তির আগেই দেবের পরের ছবির খবর ফাঁস! Dec 24, 2025
img
রেস্তোরাঁয় অজ্ঞাত ব্যক্তির সঙ্গে জ্যাকলিন, তারকাদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন Dec 24, 2025
img
সন্তানের কথা ভেবে, ‘টক্সিক’-এর শুটিংয়ে কাঁদতেন কিয়ারা আদভানি! Dec 24, 2025
img
সেটে ওড়না জড়িয়ে পোশাক বদলাতাম : মাধুরী দীক্ষিত Dec 24, 2025
img
অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপেও অনিশ্চিত! Dec 24, 2025
img
মেসিকে গান শোনাতে লন্ডন থেকে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা গায়কের Dec 24, 2025
img
দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ Dec 24, 2025
img
ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করবে পাকিস্তান Dec 24, 2025
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের Dec 24, 2025
img
পাকিস্তানি ক্রিকেটার মির্জা তাহিরকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস Dec 24, 2025
অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের ধমক Dec 24, 2025
শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে জাকসুর নতুন পদক্ষেপ Dec 24, 2025
img
তফসিলের পরও কিছু রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে: গোলাম পরওয়ার Dec 24, 2025
img
গুরুতর অভিযোগে ডাকেটের বিরুদ্ধে তদন্ত শুরু ইসিবির Dec 24, 2025
img
রংপুরে আওয়ামী লীগ নেতা মিলন গ্রেপ্তার Dec 24, 2025
img
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় আটক আরও ১১ আসামি Dec 24, 2025
img
নিরাপত্তা শঙ্কায় চিন্নাস্বামীতে খেলা হচ্ছে না কোহলির Dec 24, 2025
img
বক্সিং ডে টেস্টের আগে ব্রুককে পরামর্শ দিলেন রিকি পন্টিং Dec 24, 2025