আমি হলে পুরো ১৫ ওভার মাঠে রাখতাম ইংল্যান্ডকে:গাভাস্কার

ম্যানচেস্টার টেস্টের ফলাফল ছাপিয়ে এখন বেন স্টোকসের 'হ্যান্ডশেক' বিতর্ক। ওল্ড ট্রাফোর্ডে গতকাল (রোববার) পঞ্চম দিনে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে নাটকীয়ভাবে ড্র করে ভারত।

ফলে সিরিজ জয় নিশ্চিত করতে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হবে ওভালে শেষ টেস্ট পর্যন্ত। তবে শেষ দিনে ১৫ ওভার খেলা বাকি থাকতেই ড্র মেনে নেয়ার প্রস্তাব নিয়ে ক্রিজে সেঞ্চুরির অপেক্ষায় থাকা জাদেজা ও সুন্দরের সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক স্টোকস। কিন্তু তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইংল্যান্ড অধিনায়কের এমন অসময়ের প্রস্তাব নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।

পঞ্চম দিনের খেলার তখনও ১৫ ওভার বাকি, পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা ও সুন্দর যথাক্রমে ৮৯ ও ৮০ রানে ব্যাট করছিলেন। এমন সময়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তাদের দিকে এগিয়ে গিয়ে ড্র মেনে নিয়ে হ্যান্ডশেকের প্রস্তাব দেন। সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা দুই ব্যাটার স্বাভাবিকভাবেই সেই প্রস্তাব ফিরিয়ে দেন। গোটা ক্রিকেট মহল ভারতের সিদ্ধান্তকে সমর্থন করেছে। এবার এ বিষয়ে তীর্যক মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের এমন আচরণকে 'দ্বিমুখী মানসিকতা'র বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'দ্বিমুখী মানসিকতা শব্দটা শুনেছেন? সকাল থেকে আপনার বোলারদের খেলে খেলে ক্লান্ত করে দিয়েছে তারা, তারপর যখন সেঞ্চুরির কাছে, তখন আপনি বলবেন, ‘চলেন মাঠ ছাড়ি’? কেন তারা রাজি হবে?'

ক্ষুব্ধ অশ্বিন প্রশ্ন তুলেছেন, 'ওরা কষ্ট করে এতদূর এসেছে, আপনি চাইছেন ওরা যেন সেঞ্চুরি না করে মাঠ ছাড়ে?'

শেষ পর্যন্ত দু’জনই শতরান পূর্ণ করার পর ভারত ম্যাচটি ড্র ঘোষণা করে। এটি ছিল ওয়াশিংটনের ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে অশ্বিন ও সুনীল গাভাস্কার বলেছেন, তারা অধিনায়ক হলে পুরো ১৫ ওভারই খেলা চালিয়ে যেতেন। সনি স্পোর্টসকে গাভাস্কার বলেন, 'আমি ওদের বলতাম ব্যাট করতে থাকো, পুরো ১৫ ওভার মাঠে রাখতাম ইংল্যান্ডকে।'

ভারতীয়রা সেঞ্চুরির আগে ড্র মেনে না নিলে স্টোকস বল তুলে দেন পার্টটাইমার হ্যারি ব্রুকের হাতে। নিয়মিত বোলারদের শেষ বেলাইয় চোটের ঝুঁকিমুক্ত রাখতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেঞ্চুরির পর জাদেজাকে বিদ্রূপ করতে মোক্ষম অস্ত্রটাই বেছে নিয়েছেন তিনি। জাদেজাকে ঘিরে যখন ইংল্যান্ড খেলোয়াড়রা দাঁড়ান, স্টোকস বিদ্রূপ করে বলেন, 'তুমি হ্যারি ব্রুককে খেলেই সেঞ্চুরি করছ?'

ইংল্যান্ড অধিনায়কের এই প্রশ্নের উত্তরটা দিয়েছন অশ্বিন, 'সে সেঞ্চুরি করবেই। তুমি স্টিভ হারমিসন বা অ্যান্ড্রু ফ্লিনটফকে আনতে পারতে। ওরা তো বাধা দেয়নি। ব্রুককে আনাটা ছিল তোমাদের সিদ্ধান্ত। আমাদের না। এই রান টেস্ট রান, এটা উপহার নয়, অর্জন। ওয়াশিংটন ও জাদেজা সেটা পেয়েছে, এটাই শেষ কথা।

তিনি আরও বলেন, 'তোমরা বলছো ক্লান্তি, তাই খেলা শেষ করতে চাও। ঠিক আছে। কিন্তু দ্বিতীয় কারণটা হলো, ‘যেহেতু আমি খুশি না, তোমরা কেন হবে?’ — এটা ক্রিকেট নয়।"

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্র্যাড হ্যাডিনও ইংলিশদের এমন আচরণকে 'অখেলোয়াড়সুলভ' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'ভারত শেষ দিনে অসাধারণ লড়াই করেছে। হঠাৎ ইংল্যান্ড বুঝলো তারা জিততে পারবে না, তাই খেলা বন্ধ করতে চাইল। কারণ ওরা খেলতে রাজি না।'

উইলো টক পডকাস্টে এই সাবেক উইকেটকিপার আরও বলেন, 'ভারত ঠিক করেছে। ওরা হকদার। সেঞ্চুরি করার অধিকার তাদের ছিল। খেলায় যদি নিজের মতো না হয়, ইংল্যান্ড সবসময় বিরক্ত হয়ে যায়। ভালো করেছে ভারত।' হ্যাডিন মন্তব্য করেন । সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুকও ভারতের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, এটা পরবর্তী টেস্টে ভারতকে ইতিবাচক মোমেন্টাম দেবে। তিনি বলেন, 'ওদের সেঞ্চুরির চেষ্টা করা ঠিকই ছিল, কারণ এটা পরের টেস্টের জন্য আত্মবিশ্বাস দেবে। ১৪০ ওভার ফিল্ডিংয়ের পর ইংল্যান্ড হতাশ ছিল। কিন্তু আমি ভারতের সিদ্ধান্ত বুঝতে পারছি।'

ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেন স্কাই স্পোর্টসকে বলেন, হ্যারি ব্রুককে বল করানোটা অপ্রয়োজনীয় ছিল। আমার এতে কোনো সমস্যা নেই। সমস্যা ছিল ইংল্যান্ডের, ওরা ক্লান্ত ছিল। কিন্তু দুই ব্যাটার যারা অনেক পরিশ্রম করেছে, তারা সেঞ্চুরি চাইবে এটাই স্বাভাবিক।

'স্টোকস ব্রুককে আনতে বাধ্য ছিল না, এটা তাকে শুধু হাস্যকর বানিয়েছে। আমরা এসব নিয়ে অনেক বেশি নাটক করি। ওরা ভালো খেলেছে, ভারতের কৃতিত্ব প্রাপ্য। – হুসেন যোগ করেন।


এফপি/ এস এন 

Share this news on:

সর্বশেষ

img
এই সরকারের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় : জিল্লুর রহমান Jul 29, 2025
img
টিউশন ছেড়ে রাজনীতিতে, গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দুই ভাই Jul 29, 2025
img
ক্ষমতাচ্যুত হওয়ার দিন থেকেই ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন শেখ হাসিনা: গোলাম মাওলা রনি Jul 29, 2025
img
কুমিল্লায় নিজ বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার Jul 29, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে বনি আমিনকে ক্ষমা চাইতে বললেন মাহফুজের ভাই Jul 29, 2025
img
কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাই সেনাবাহিনীর Jul 29, 2025
img
কোল্ডপ্লে কনসার্টে ‘কিস ক্যামে’ এবার ধরা পড়লেন মেসি-রোকুজ্জো দম্পতি Jul 29, 2025
img
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই: জয়শঙ্কর Jul 29, 2025
মন খুলে কথা বলার মতো একজনও ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার Jul 29, 2025
img
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পিরোজপুরে গ্রেপ্তার ২ Jul 29, 2025
img
আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ Jul 29, 2025
img
হাসিনার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় টাকা লেনদেন, অভিযোগের কেন্দ্রে ওবায়দুল কাদের! Jul 29, 2025
img
মহাজাগতিক বিস্ফোরণের শঙ্কা, সরাসরি আঘাত হানতে পারে চাঁদে! Jul 29, 2025
img
টেস্টের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া Jul 29, 2025
img
বিশেষ পানীয়তেই চাঙ্গা থাকেন অক্ষয়! Jul 29, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Jul 29, 2025
img
অস্ট্রেলিয়ায় সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের অভিযোগ: জবাব দিলেন মাহফুজ আলম ও তার ভাই Jul 29, 2025
img
টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ সদস্য Jul 29, 2025
img
"হৃদয়ের অনেকটা জুড়ে বাংলাদেশ"- হামজার আবেগঘন স্বীকারোক্তি Jul 29, 2025
img
'ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব' Jul 29, 2025