অল্প বয়সেই তারকা খ্যাতি অর্জন করেছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই ফুটবলারের খেলার ধরণ দেখে অনেকেই তাকে মেসির সঙ্গে তুলনা করেন। কিছুদিন আগে বার্সেলোনায় ১০ নম্বর জার্সিও পেয়েছেন তিনি। তবে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করা মোটেও পছন্দ করেন না পেপ গার্দিওলা।
লামিনে ইয়ামালের বেড়ে ওঠা বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। এই একাডেমি থেকেই নিজেকে গড়ে তুলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মাত্র ১৫ বছর বয়সেই বার্সেলোনার মূল দলে জায়গা করে নেন ইয়ামাল। বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মূল দলের হয়ে মাঠে নামার রেকর্ডটাও তার দখলে।
বার্সেলোনার জার্সিতে লা লিগাসহ এখন পর্যন্ত বেশ কয়েকটি শিরোপা জিতেছেন ইয়ামাল। জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো জয়ের স্বাদ। মাঠে এমন পারফরম্যান্স দেখে তাকে মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এটা মোটেও ভালো লাগছে না গার্দিওলার।
বার্সেলোনার সাবেক এই কোচ বলেন, ‘আমার মনে হয়, আমাদের লামিনে ইয়ামালকে তার ক্যারিয়ার গড়তে দেওয়া উচিত। যখন সে ১৫ বছর ধরে খেলবে, তখন আমরা বলবো সে ভালো নাকি খারাপ। এখন তার ক্যারিয়ার গড়তে দিন।’
গার্দিওলা আরও বলেন, ‘মেসির সঙ্গে তার তুলনা করা হচ্ছে, এটা বড় ব্যাপার। যেমন কোনো চিত্রশিল্পীকে যদি ফন গগের সঙ্গে তুলনা করা হয়, সবাই বলবে, সে খারাপ নয়। এটা তার ভালো হওয়ার লক্ষণ। আর ওই তুলনাই তার ভালো হওয়ার ইঙ্গিত দেয়। তবে আমাদের তার ক্যারিয়ার গড়তে দিতে হবে। এরপর দেখবো কি হয়।’
অবশ্য ইয়ামালকে খাটো করে দেখছেন না গার্দিওলা। তার চোখে তিনি খুবই ভালো ফুটবলার। কিন্তু মেসিকে তিনি উপরেই রাখছেন। তার ভাষায়, ‘এক মৌসুমে ৯০ গোল করা, ১৫ বছর ধরে বিরতি ছাড়া, চোট ছাড়া খেলে যাওয়া; এটা বিশাল ব্যাপার।’
টিকে/