রাভিনা ট্যান্ডনের এক আবেগঘন স্বীকারোক্তিতে স্পষ্ট হলো- নেটফ্লিক্সের জনপ্রিয় মিস্ট্রি থ্রিলার আরন্যক- এর দ্বিতীয় সিজন আর আসছে না। করোনা-পরবর্তী সময়ে সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও এবং পুরো স্ক্রিপ্ট তৈরি থাকা সত্ত্বেও এর যাত্রা এখানেই থেমে গেল।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, “এখন বলতে পারি… সিজন টু লেখা হয়েছিল। কিন্তু প্ল্যাটফর্মের পরিকল্পনা কী, আমি জানি না। এটা আর হচ্ছে না।”
২০২১ সালে মুক্তি পাওয়া সিরিজটিতে হিমাচলের রহস্যময় পটভূমি, লোককথা আর অপরাধের মিশেলে গল্প গড়ে উঠেছিল। কাস্টুরী ডোগরার চরিত্রে রাভিনার তীক্ষ্ণ ও জটিল অভিনয় দর্শক-সমালোচকদের মন জয় করেছিল। পরমব্রত চট্টোপাধ্যায় ও আশুতোষ রানা সহ শক্তিশালী অভিনয়শিল্পীর দল সিরিজটিকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল।
ভক্তদের প্রত্যাশা ছিল- দ্বিতীয় সিজনে কাস্টুরীর চরিত্রের বিকাশ ও অসমাপ্ত রহস্যগুলো উন্মোচিত হবে। কিন্তু নেটফ্লিক্স উচ্চ প্রত্যাশা ও সৃজনশীল চ্যালেঞ্জের কারণে প্রজেক্টটি বাতিল করেছে।
যদিও আরন্যক সিজন টু আর বাস্তবায়িত হচ্ছে না, তবুও ভারতীয় ওটিটি কনটেন্টে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
কেএন/টিকে