টলিউডের জনপ্রিয় নায়ক দেব সম্প্রতি এক সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় দক্ষতার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তার মতে, শুভশ্রী আগেও প্রতিভাবান ছিলেন, তবে এখনকার কাজগুলোতে দেখা যাচ্ছে এক ভিন্ন মাত্রার পরিণততা।
দেব বলেন, “শুভশ্রী সবসময়ই ট্যালেন্টেড ছিল, কিন্তু এখন ওর কাজগুলোতে যে পরিণততা দেখছি, সেটা একেবারেই আলাদা স্তরে পৌঁছে গেছে। ওর মধ্যে যে পরিণত অভিনেত্রী লুকিয়ে ছিল, সেটা এখন স্পষ্ট।”
তিনি আরও জানান, শুভশ্রীর স্ক্রিপ্ট বাছাই এবং চরিত্র নির্বাচন এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত চিন্তাধারার প্রতিফলন ঘটায়। বিশেষ করে পরিণীতা, হাবজি গাবজি, ইন্দুবালা ভাতের হোটেল এই কাজগুলোতেই তার রূপান্তরের স্পষ্টতা ফুটে উঠেছে।
এদিকে দর্শক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- দেব-শুভশ্রী জুটি আবার কবে ফিরবে বড় পর্দায়? যদিও এ বিষয়ে দেব কিছু বলেননি, তবে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।