এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, তবে উপভোগ করতে চান কোচ

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে। আজ সেই টুর্নামেন্টের ড্র হয়েছে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন ও সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান।

বাংলাদেশ নারী দলের বৃটিশ কোচ পিটার বাটলারের গ্রুপিং নিয়ে ভাবনা বাফুফে গণমাধ্যমে সরবারহ করেছে। বাংলাদেশ খুবই কঠিন গ্রুপে পড়েছে বলে মনে করেন পিটার বাটলার। তিনি বলেন,‌' গ্রুপটা খুবই কঠিন, তবে আমি মুখিয়ে আছি। আমার মনে হয়, এটা মেনে নেওয়া ও উপভোগ করা উচিত।'

চীন নারী ফুটবলে এশিয়ার পরাশক্তি। ৯ বারের চ্যাম্পিয়ন তারা। উত্তর কোরিয়া তিন বার শিরোপা উচিয়ে ধরেছে। এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারলেই মূলত স্বার্থকতা। সেই আশা দেখছেন কোচ বাটলার,‌ 'আমি বিশ্বাস করি আমরা উন্নতির পথে আছি। চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই। কিন্তু সবকিছুই সম্ভব। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা ভালো ছাপ রাখব।'

বাংলাদেশ প্রথম বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ রয়েছে। আগামী ছয় মাস বাংলাদেশের নারী ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। কোচ বাটলারের পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়ন ফেডারেশনের উপরই ছাড়ছেন বিষয়টি, 'আমার পরিকল্পনা আছে, তবে সবকিছু নির্ভর করছে বাফুফের অর্থায়নের ওপর। কথা বলা সহজ।



 আমি বলতে পারি, আমি সৌদি আরবে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আমি কেবল অনুরোধ করতে পারি, বাকিটা আসলে বাফুফের ব্যাপার। আমি পরিকল্পনা ও কৌশল দিয়ে থাকি, এরপর সব নির্ভর করে কর্তৃপক্ষের ওপর যাদের অর্থের ব্যবস্থা করতে হবে। আশা করছি, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলতে পারব।'

আজ সিডনিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও কোচ পিটার বাটলারের আমন্ত্রণ থাকলেও যেতে পারেননি এএফসি অ-২০ দলের ব্যস্ততায়। ২ আগস্ট বাংলাদেশ দল লাওস রওনা হবেন এএফসি অ-২০ বাছাই খেলতে।

 এটা জাতীয় দলের জন্য সহায়ক হিসেবেই দেখছেন কোচ, 'সত্যি বলতে, আমার স্কোয়াড প্রায় ঠিকঠাক হয়ে গেছে। কিছু ছোটখাট পরিবর্তন হতে পারে। তবে আমাদের অনূর্ধ্ব-২০ দল খুবই ভালো করেছে। জাতীয় দলের নির্বাচনে তারা বড় ভূমিকা রেখেছে। আমাদের আরও কিছু খেলোয়াড়, যাদের প্রয়োজন হলে ডাকা হবে।'

বাংলাদেশ প্রথমবার নারী এশিয়া কাপে উঠেছে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে। টুর্নামেন্টের ড্র নিয়ে গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের অধিনায়কের মন্তব্য প্রত্যাশা করে। বাফুফে এমন দিনেও অধিনায়ক এবং খেলোয়াড়দের মিডিয়া থেকে দূরে রেখেছে। ফেডারেশন কর্তারা এজন্য কোচের বারণকে সামনে আনেন। 

তবে একাধিক ফুটবলার জানিয়েছেন কোচ ও ফেডারেশন উভয় দিক থেকেই তাদের উপর গণমাধ্যমে এশিয়া কাপের ড্র সংক্রান্ত আজ বক্তব্য না দিতে বলা হয়েছে। যেখানে সিডনিতে অনুষ্ঠান স্থলেই অন্য দেশের ফুটবলাররা মন্তব্য/পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন। অন্য দেশের ফেডারেশনের ভাবনা এক আর বাফুফের আরেক!

ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
আলোচনায় আসতে বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন: মজনু Jul 31, 2025
img
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে Jul 31, 2025
img
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প Jul 31, 2025
img
৩১ জুলাই, ২০২৪: ‘মার্চ ফর জাস্টিস’ Jul 31, 2025
img
শেখ হাসিনার দেশত্যাগের এক বছর পার হলেও মানবাধিকার সংকট প্রকট : হিউম্যান রাইটস ওয়াচ Jul 31, 2025
img
গাজায় একদিনে নিহত ১০৪, মোট নিহত ছাড়াল ৬০ হাজার ১০০ Jul 31, 2025
img
আজ দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে? Jul 31, 2025
img
সাবেক আরেক এমপির থেকে ৫ কোটি টাকার চেক নেন রিয়াদ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য Jul 31, 2025
img
ডি পলের অভিষেক, নিষেধাজ্ঞা থেকে ফিরেই মেসির জোড়া অ্যাসিস্টে জয় Jul 31, 2025
img
শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে: গণশিক্ষা উপদেষ্টা Jul 31, 2025
img
প্রকাশিত হলো ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা Jul 31, 2025
img
৪৯তম বিসিএসে অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা Jul 31, 2025
img
চট্টগ্রামে এক দিনে বিএনপির ২০ নেতা বহিষ্কার Jul 31, 2025
img
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক Jul 31, 2025
img
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত Jul 31, 2025
img
দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস Jul 31, 2025
img
ট্রাম্পের চাপেও সুদহার কমায়নি ফেড, সেপ্টেম্বরেও কমার সম্ভাবনাও ক্ষীণ Jul 31, 2025
img
অন্তর্বর্তী সরকারকে সিন্দাবাদের ভূত বলে মনে হয় : মাসুদ কামাল Jul 31, 2025
img
খুলনায় করোনায় প্রাণ হারাল আরও ১ জন Jul 31, 2025