সেঞ্চুরি দিয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শুরু করেছিলেন। জশস্বী জয়সওয়াল শেষ ম্যাচটাতেও সেঞ্চুরি পেলেন। মাঝের তিন ম্যাচে একবার শতকের কাছাকাছি পৌঁছালেও আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। এজবাস্টনে ১৩ রানের জন্য তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি তিনি।
ওভালে জয়সওয়ালের এই সেঞ্চুরিটা এল গুরুত্বপূর্ণ সময়ে। প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হওয়া ভারত এ ম্যাচে হারলে নিশ্চিত হবে সিরিজ হার। এমন ম্যাচেই দাঁড়িয়ে গেলেন ভারত ওপেনার। দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৫১ রানে, আজ ১০০ রান পূরণ করতে তার লেগেছে ১২৭ বল।
২৪ ম্যাচ ও ৪৬ ইনিংসের টেস্ট ক্যারিয়ারে এটা জয়সওয়ালের ষষ্ঠ সেঞ্চুরি। ১৭১ রান করে অভিষেক জানান দেওয়া এই ওপেনার সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার মাটিতেও, গত বর্ডার-গাভাস্কার ট্রফিতে। ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি ডাবল সেঞ্চুরিও আছে।
জয়সওয়ালের সঙ্গে দিনের খেলা শুরু করতে নেমেছিলেন নাইটওয়াচম্যান আকাশ দীপ। আগের দিন শেষ বিকেলে তাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর। উইকেট ধরে রেখে আজ দারুণ কাজই করেছেন এই পেসার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। জয়সওয়াল সেঞ্চুরিতে পৌঁছার আগেই ৬৬ রান করে জেমি ওভারটনের ওভারে আউট হন তিনি।
আকাশ ৬৬ রান করে ভারতীয় নাইটওয়াচম্যানদের ছোট তালিকায় ঢুকে গেছেন। নাইটওয়াচম্যান হিসেবে ভারতীয়দের মধ্যে তার চেয়ে বড় ইনিংস আছে কেবল অমিত মিশ্রার। ২০১১ সালে এই ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে ৮৪ রান করেছিলেন তিনি।
জয়সওয়ালের সেঞ্চুরি ও আকাশ দীপের দারুণ ইনিংসে ভারত বড় লিডের পথেই এগোচ্ছে। এরইমধ্যেও ৫ উইকেটে ২৪৬ রান তুলে ফেলেছে তারা, লিড ২২৩ রানের। ১০৯ রান নিয়ে জয়সওয়াল ও ৬ রান নিয়ে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।
এমকে/টিকে