জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সবশেষ কয়েক আসরে ভালো করতে পারেনি বরিশাল দল। দলটিতে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব, অধিনায়ক পরিবর্তন করেও এ সমস্যার সমাধান পাওয়া যায়নি। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য এসব সমস্যা সমাধান করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, তাদের পর্যবেক্ষণ শেষে কারও বিরুদ্ধে প্রমাণ পেলে তাদের শাস্তির আওতায় আনবেন। আজ শনিবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন আকরাম খান।
আকরাম বলেন, ‘বরিশালকে নিয়ে আসলে আমরা অনেক আলাপ-আলোচনা এবং চিন্তাভাবনা করেছি। যেহেতু অন্য কোনো বিভাগকে নিয়ে ওই ধরনের কথা বার্তা হয় না। তারা ম্যানেজার, কোচ, অধিনায়ক নিয়ে খুশি না, খেলোয়াড়দের মধ্যেও দ্বন্দ্ব আছে। এটা তো আসলে হওয়া উচিত না। এটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব সিরিয়াসলি পর্যবেক্ষণ করব।’
‘যদি মনে হয় এবং দেখি কেউ বা কারও জন্য খেলা নষ্ট হচ্ছে বা আমাদের মান-সম্মান খারাপ হচ্ছে তাহলে আমরা অ্যাকশন নিব। প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ম্যানেজারকে আমরা চার-পাঁচদিন পর ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথাবলব, গাইড লাইন দিব যেন সবকিছু ঠিকঠাক থাকে। যদি ওরা ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে তাদেরকে এই কাজ দিব না।’-যোগ করেন তিনি।
এমকে/টিকে