ধোঁয়াশা ছিলো মানোলো মার্কেজের পদত্যাগের পর কার হাতে উঠছে ভারতীয় জাতীয় ফুটবল দলের দায়িত্ব। এই তালিকায় নাম ছিলো সাবেক বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলারও। এমন তথ্য অবশ্য নাকি ছিলো নিছক গুজব! ১৯ বছর বয়সী এক ভারতীয় তরুণ জাভি-গার্দিওলার নাম ব্যবহার করে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বোকা বানিয়েছেন বলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
যদিও ফেডারেশনের দাবি ছিলো ভারতীয় দলের কোচ হতে মোট ১৭০ জন আবেদন করেছেন। সেখানে থেকে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। সেই তালিকায় ছিলেন স্বদেশি খালিদ জামিল, ভারতের সাবেক ইংলিশ কোচ স্টিফেন কনস্টানটাইন এবং সার্বিয়ান কোচ স্টেফান তারকোভিচ।
তবে শেষ পর্যন্ত বিদেশিদের বাদ দিয়ে দেশি কোচের দিকে ঝুঁকেছে ভারত। যার মূল কারণ, ফেডারেশনের আর্থিক সংকট। তাতে ১৩ বছর পর আবারও ভারত জাতীয় দলের ডাগ আউটে দেখা যাবে কোনো ভারতীয় কোচকে।
গতকাল অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন খালিদ জামিলকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়ে এক বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে বলা হয়, 'টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে এআইএফএফের নির্বাহী কমিটি খালিদ জামিলকে সিনিয়র ইন্ডিয়া পুরুষ জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।'
সর্বশেষ জামশেদপুর ক্লাবের দায়িত্ব পালন করেন সাবেক ভারতীয় এই ফুটবলার। এর আগে ২০১৭ সালে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন খালিদ। যদিও ক্লাবটিতে তার পথচলা দীর্ঘ হয়নি। হতাশাজনক পারফরম্যান্সের কারণে এক বছরের মধ্যে তাকে বরখাস্ত করে ইস্ট বেঙ্গল।
আগামী মাসে ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে ৯ এবং ১৪ অক্টোবর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের মধ্যদিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের ডাগ আউটে দেখা যাবে এই ভারতীয়কে।
টিকে/