নাইম, আফিফ ও সোহানের ব্যাটে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল

নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের হাফ সেঞ্চুরিতে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচ জেতাতে বাকি কাজ সেরেছেন তিন স্পিনার মাহফুজুর রহমান রাব্বি, সাইফ হাসান ও রাকিবুল হাসান। তারা তিনজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাহফিজুল ইসলাম রবিনের ৪১ রানের ইনিংসের পরও ব্যাটারদের ব্যর্থতায় ১৩৩ রানে থামে বাংলাদেশ হাই পারফরম্যান্স। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ‘এ’ দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৯ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হাই পারফরম্যান্সের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন হাবিবুর রহমান সোহান। পাওয়ার প্লে শেষের আগে আইচ মোল্লার উইকেটও হারায় তারা। ২২ রানে ২ উইকেট হারানোর পর এইচপিকে টেনে তোলার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম রবিন ও আশিকুর রহমান শিবলি। তারা দুজনে মিলে ৪৪ রানের জুটি গড়ে তোলেন।

২৪ বলে ২১ রান করা আশিকুরকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল হাসান। একটু পর আউট হয়েছেন মাহফিজুলও। হাফ সেঞ্চুরির সুযোগ থাকলেও ৩৪ বলে ৪১ রান করে ফেরেন ডানহাতি এই ওপেনার। সোহান ও আইচের পর আরেক টপ অর্ডার ব্যাটার মাহফিজুলের উইকেটও নিয়েছেন স্পিনার রাব্বি। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন ১৯ ও শরিফের ১২ রানে কেবল হারের ব্যবধান কমেছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাব্বি তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন রাকিবুল ও সাইফ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফেরেন সাইফ হাসান। ডানহাতি ওপেনারের বিদায়ের পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন নাইম ও মাহিদুল ইসলাম। পাওয়ার প্লেতে বেশিরভাগ রানই এসেছে নাইমের ব্যাট থেকে। পাওয়ার প্লে শেষের আগেই তাদের দুজনের জুটি ভাঙেন আহমেদ শরিফ।

ডানহাতি পেসারের বলে আইচ মোল্লার হাতে ক্যাচ দিয়েছেন ৮ বলে ৪ রান করা অঙ্কন। একটু পর আউট হয়েছেন নাইমও। হাফ সেঞ্চুরির পথে থাকলেও সমান তিনটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৪৭ রানের ইনিংস খেলা ওপেনারকে ফেরান নাঈম আহমেদ সাকিব। তরুণ এই স্পিনারের বলে স্টাম্পিং হয়েছেন তিনি। ৬০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন আফিফ ও সোহান। তাদের দুজনের ব্যাটেই এগোতে থাকে বাংলাদেশ ‘এ’ দল।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সোহান। চট্টগ্রামে নিজের খেলা শেষ দুই প্রস্তুতি ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ছন্দ ধরে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্সের সঙ্গে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। আব্দুল গাফফারের বলে আউট হওয়ার আগে ৩ ছক্কা ও ৫ চারে ৩৬ বলে ৫৮ রান করেছেন সোহান। আরেক ব্যাটার আফিফও গত ম্যাচে রান পেয়েছিলেন।

দলকে জেতাতে না পারলেও ছন্দ ধরে রেখে দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন। ডিপ মিড উইকেট দিয়ে দারুণ এক ছক্কা মেরে পঞ্চাশ ছুঁয়েছেন। বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪০ বলে ৫১ রানের ইনিংস খেলে। দুইটি ছক্কার সঙ্গে তিনটি চারও মেরেছেন তিনি। বাংলাদেশ হাই পারফরম্যান্সের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরিফ, আব্দুল গাফফার ও নাঈম।

সংক্ষিপ্ত স্কোর—
বাংলাদেশ ‘এ’ দল— ১৬৮/৪ (২০ ওভার) (নাইম ৪৭, আফিফ ৫১*, সোহান ৫৮; নাঈম ১/১১, শরিফ ১/২৩)
বাংলাদেশ এইচপি— ১৩৩/৯ (২০ ওভার) (মাহফিজুল ৪১, আশিকুর ২১, মামুন ১৯; রাব্বি ৩/২৩, সাইফ ২/১৩, রাকিবুল ২/১৯)

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর: দুদু Aug 03, 2025
img
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত Aug 03, 2025
img
‘বাহুবলী’র বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না Aug 03, 2025
img
কিছুদিন আগেও যারা একে অপরকে বেইমান বলেছে, তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায়: নজরুল Aug 03, 2025
img
জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন Aug 03, 2025
img
ড্যাপ সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১০ আগস্ট Aug 03, 2025
img
রাজশাহীতে বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ মহিষের Aug 03, 2025
img
ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় স্বীকার করলেন নাহিদ ইসলাম Aug 03, 2025
img
শেখ হাসিনা বাংলার ইয়াজিদ, তার বিচার শেষ না করে রাজপথ ছাড়ব না: সামান্তা শারমিন Aug 03, 2025
ফজরের নামাজ না পড়লে যে ৩টি জিনিস হারিয়ে যায় | ইসলামিক জ্ঞান Aug 03, 2025
img
মুন্সীগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে আটক করল পুলিশ Aug 03, 2025
কৃতি শ্যাননের ১২০০ কোটির রহস্য Aug 03, 2025
কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে রেকর্ড পরিমাণ ব্যয় যুক্তরাষ্ট্রের Aug 03, 2025
'ভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি মানে বিভাজন নয়' Aug 03, 2025
সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গড়ার Aug 03, 2025
img
টাকাকে রূপান্তরযোগ্য মুদ্রা হিসেবে বিনিময়ের সিদ্ধান্ত : লাভবান হবে বাংলাদে‌শিরা Aug 03, 2025
img
সমাবেশস্থল পরিষ্কার করলেন ছাত্রদল নেতাকর্মীরা Aug 03, 2025
img
সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার Aug 03, 2025
img
বাহাত্তরের সংবিধান আরেক দেশ থেকে পাস হয়ে এসেছে : সারজিস আলম Aug 03, 2025
img
মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মিশরীয় গোলরক্ষক Aug 03, 2025