মাত্র ৩৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মিশরের গোলরক্ষক মোহামেদ আবু-নাগা। শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন।
মিশরের এই গোলরক্ষক বেশি পরিচিত ‘বোঙ্গা’ নামে। জানা গেছে, লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ও লিভারের সমস্যার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে তার জন্ডিস ধরা পড়ে।
তবে তার শারীরিক অবস্থা কিছু সময়ের জন্য স্থিতিশীল হয়েছিল। কিন্তু তার অবস্থা খারাপ হওয়ায় গত শুক্রবার (১ আগস্ট) আবারও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। শনিবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চার বছর পর গত মৌসুমে মিশরের শীর্ষ লিগে উঠে ক্লাব ওয়াদি দেগলা। ক্লাববে শীর্ষ লিগে তুলতে অবদান রাখেন আবু-নাগা। দলটির হয়ে মৌসুমে ২৯ ম্যাচ খেলেন তিনি।
গত ফেব্রুয়ারিতে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য তাকে জাতীয় দলে ডাক পেয়েছিলেন মিশরের কোচ ওয়ালেদ রিয়াদ।
এমকে/টিএ