বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের দাপট দিন দিন বেড়েই চলেছে। আইপিএল, এসএ টি-টোয়েন্টির পর এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে বিনিয়োগ করলেন সানরাইজার্স হায়দরাবাদের কাভইয়া মারান ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্বত্বাধিকারী সঞ্জীব গোয়েঙ্কা। ১০০ মিলিয়ন ইউরো খরচ করে নর্দান সুপার চার্জার্সের শতভাগ ভাগ মালিকানা কিনেছেন কাভইয়া ।
আর ১০৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশের মালিকানা কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। তাদের আগে দ্য হান্ড্রেডে বিনিয়োগ করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। যেখানে মিলিয়ন ডলার বিনিয়োগ করে বড় অঙ্কের লাভ করছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা শুধু ভারত কেন্দ্রীক বিনিয়োগ নয়, বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও দীর্ঘদিন ধরেই বিনিয়োগ করে আসছেন।
বিপিএল, পিএসএল ও এলপিএল ছাড়া বিশ্বের বাকি প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন দলের মালিকানা আছে আইপিএলে খেলা দলগুলোর মালিকপক্ষের। দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজসহ আরও বেশ কয়েকটি দেশের লিগে বিনিয়োগ করে রীতিমতো ক্রিকেট দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে ভারত। সে ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডে বিনিয়োগ করলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকরা। দ্য হান্ড্রেডে দল কিনেছেন আইপিএলের তিন দলের মালিক।
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দবাদ সফলভাবে বিনিয়োগের পর এবার দ্য হান্ড্রেডেও দল কিনলেন কাভইয়া মারান। লিডস ভিত্তিক দল নর্দান সুপারচার্জার্সের শতভাগ মালিকানা কিনে নিয়েছে সান গ্রুপ। যার জন্য সান গ্রুপকে গুনতে হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। আইপিএলে ২০১৬'তে চ্যাম্পিয়ন হওয়া সানরাইজার্সের, এসএ টি২০'তেও আছে একটি দলের মালিকানা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে দুইটি শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
শুধু কাভইয়া মারানই নন, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও দল কিনেছেন দ্য হানড্রেডে। ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনতে গোয়েঙ্কার খরচ হয়েছে ১০৭ মিলিয়ন ইউরো। যদিও, ম্যানচেস্টার অরজিনালসের নাম পরিবর্তন করে ম্যানচেস্টার সুপার জায়ান্টস করার পরিকল্পনা আছে নতুন মালিকপক্ষের।
আইপিএলে এখন পর্যন্ত শিরোপার দেখা না পেলেও, এবার দ্য হান্ড্রেডে শিরোপার লক্ষ্য এই ভারতীয় ব্যবসায়ীর। আগে যদিও, এসএ টি-টোয়েন্টির দল ডারবান সুপার জায়ান্টসের মালিকানা কেনেন গোয়েঙ্কা। ভারতের বিখ্যাত ফুটবল ক্লাব মোহনবাগানেরও ৮০ শতাংশ মালিকানা আছে সঞ্জীব গোয়েঙ্কার।
এছাড়াও, বিশ্বের শীর্ষ ধনীদের একজন মুকেশ আম্বানি, আইপিএলের পর বেশ কিছুদিন আগে দ্য হান্ড্রেডে বিনিয়োগ করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের এই মালিক ওভাল ইনভিন্সিবলের ৪৯ শতাংশের মালিকানা কিনে নিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেতে তাকে গুনতে হয়েছে ৬০ মিলিয়ন ইউরো।
দ্য হানড্রেডে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা-
১. সঞ্জীব গোয়েঙ্কা -ম্যানচেস্টার অরিজিনালস- ফ্র্যাঞ্চাইজিটির ৭০- শতাংশ মালিকানা কিনেছেন
২. কাভইয়া মারান- নর্দান সুপার চার্জার্স- ফ্র্যাঞ্চাইজিটির ১০০ শতাংশ মালিকানা কিনেছেন
৩. মুকেশ আম্বানি- ওভাল ইনভিন্সিবল- ফ্র্যাঞ্চাইজিটির ৪৯ শতাংশ মালিকানা কিনেছেন
এমআর/টিকে