ধর্মা প্রোডাকশন ও মহাবীর জৈন ফিল্মস একসঙ্গে নিয়ে আসছে নতুন এক ফ্যান্টাসি কমেডি ‘নাগজিলা’। এই ব্যতিক্রমধর্মী ছবিতে ইচ্ছাধারী নাগের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা কার্তিক আরিয়ানকে। ছবিটি পরিচালনা করছেন ‘ফুকরে’ খ্যাত নির্মাতা মৃগদীপ সিং লাম্বা, আর চিত্রনাট্য লিখেছেন গৌতম মেহরা।
২০২৬ সালের নাগপঞ্চমী, অর্থাৎ ১৪ আগস্টে মুক্তির জন্য নির্ধারিত এই ছবি ইতিমধ্যেই বলিউডে আলোচনার কেন্দ্রে। মুক্তির তারিখ যেমন বিশেষ, তেমনি বিষয়বস্তুতেও রয়েছে দেশীয় লোককথার মজাদার মোড়ক। প্রযোজকরা বলছেন, এটি শুধু ফ্যান্টাসি কমেডিই নয়, বরং একেবারে ‘দেশি’ গন্ধে মোড়া নতুন এক সিনেম্যাটিক অভিজ্ঞতা।
সবচেয়ে চমকপ্রদ খবর হলো, এই ছবির প্রধান নারী চরিত্রে থাকছেন রাশি খান্না। ‘দ্য সাবরমতী রিপোর্ট’ ও ‘যোদ্ধা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নজর কাড়ার পর এবারই প্রথম এত বড় মাপের বলিউড ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বছরের শেষেই শুরু করবেন প্রস্তুতি। রাশিকে ঘিরে নির্মাতারা ভীষণ আশাবাদী, বিশেষ করে কার্তিকের বিপরীতে তাঁর উপস্থিতি ছবিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সবাই।
ধর্মা প্রোডাকশনের বিশাল প্রযোজনা মান, ইচ্ছাধারী নাগের মিথ এবং কমেডির মিশেল সবমিলিয়ে ‘নাগজিলা’ হয়ে উঠতে চলেছে ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। স্বাধীনতা দিবস ও নাগপঞ্চমীর উৎসবমুখর আবহে ছবিটির মুক্তি নিশ্চিতভাবেই দর্শকদের জন্য হবে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।
এমকে/টিএ