ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রস্তাবিত ভোটার তালিকায় নাম রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিবের।
তানজিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী। এছাড়াও তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের আনাবাসিক ছাত্র।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হল প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এতে তাকে ভোটার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে। মুহসীন হলেরই এক শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান মজা করে ফেসবুক পোস্টে করেছেন, "হলের ছোট ভাইকে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে দাঁড় করাব ভাবছি। কী বলেন? ভোট দেবেন তো?"
ঢাবি আরেক শিক্ষার্থী আমজাদ হোসেন হৃদয় লিখেছেন," ডাকসুর ভবিষ্যৎ ক্রীড়া সম্পাদক তানজিম হাসান সাকিব। ডাকসুর প্রার্থী হওয়ার প্রথম শর্ত ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করায় তাকে অভিনন্দন।"
পিএ/টিএ