জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। বৃষ্টিতে ভিজে কনসার্ট দেখছেন ছাত্র জনতা। কেউ কেউ ছাতা নিয়ে অবস্থান করছেন, আবার কেউ কেউ গাছের নিচে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মানিক মিয়া এভিনিউতে এ চিত্র দেখা গেছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিতে চট্টগ্রাম থেকে এসেছেন আলমগীর হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সকালে ট্রেনে করে ঢাকায় এসেছি। অনেক সুন্দর কনসার্ট হচ্ছে। বৃষ্টিতে ভিজলেও ভালো লাগছে। অনেকেই ছাতা নিয়ে এসেছেন। আমি গাছের নিচে আশ্রয় নিয়েছি।
সরেজমিনে দেখা যায়, সারা দেশ থেকে মানিক মিয়া এভিনিউতে কয়েক হাজার জনসাধারণ এসে পৌঁছেছেন। কেউ কেউ মাথায় জাতীয় পতাক বেঁধে এসেছে। কেউ কেউ তাদের আদরের সন্তানও নিয়ে এসেছেন। মানিক মিয়া এভিনিউর সেচ ভবনের অপর পাশে কনসার্টে মূল স্টেজ করা হয়। বিভিন্ন গানের তালে তালে সবাইকে গান গাইতেও দেখা যায়।
ইউটি/টিএ