অনেক দিন ধরেই পর্দায় নেই মুমতাহিনা টয়া। মাঝে উপস্থাপক হয়ে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে দেখা দিয়েছিলেন, এছাড়াও একটি নাটকে আইটেম গার্ল হয়ে হাজির হয়েছিলেন। এরপর আর কোনো কাজে পাওয়া যায়নি তাকে।
এরমধ্যেই দেখা গেল শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছেন টয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে বেশ সাহসী লুকেই দেখা গেছে অভিনেত্রীকে, যেন সমুদ্র পাড়ে উষ্ণতা ছড়াচ্ছেন!
জানা গেছে, শ্রীলঙ্কার আহানগামা সৈকতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর আগেও দেশটিতে গিয়েছিলেন, তবে অন্য সৈকতে।
সোশ্যালে ছবিগুলো শেয়ার করে টয়া লিখেন, ‘ফ্রম ক্যাসল টু কুল’। ছবিগুলোর নিচে মন্তব্য করতে ভুলছেন না অনুরাগীরা।
একজন লিখেছেন, ‘ভালোবাসা অবিরাম।’ কেউ কেউ তাকে শুভকামনাও জানিয়েছেন। আবার কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে’।
এমকে/টিএ