লাল বিকিনিতে ছবি পোস্ট করতেই তীব্র সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী তন্বী লাহা রায়। সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের মন্তব্য— “উন্মুক্ত বক্ষ বিভাজিকা, পেট দেখা যাচ্ছে!” তবে নীরব না থেকে সরাসরি জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
তন্বী জানিয়েছেন, তিনি বর্তমানে যে দেশে আছেন সেখানে বিকিনি পরা খুবই স্বাভাবিক বিষয়। শরীরের গঠন যেমনই হোক—মোটা বা রোগা—সবাই বিকিনি পরে অবাধে।
তার ভাষায়, “আমাদের দেশে এখনো পোশাক নিয়ে অযথা হেনস্থা করা হয়, কিন্তু আত্মবিশ্বাসী হতে হবে। পোশাক নিজের পছন্দমতো পরাই উচিত।”
বর্তমানে তন্বী অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়ের বাইরেও পোশাক পছন্দে দৃঢ়তা প্রকাশ করে নেটিজেনদের তথাকথিত নীতি পুলিশি’ এর জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
ইউটি/এসএন