টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত এবার অভিনয়-প্রযোজনার বাইরে নতুন এক শিল্পযাত্রায় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে বাংলার দর্শকদের মন জয় করতে চলেছেন।
তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ আগামী ১৪ আগস্ট কলকাতার কলামন্দিরে এক অভিনব নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, যার নাম ‘এন ইভিনিং অফ রিদিম এন্ড রাগা’।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য ও ধ্রুপদীনৃত্যের এক অনবদ্য মিশেল পরিবেশিত হবে।
ঋতুপর্ণা বলেন, “এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাবড় তাবড় ধ্রুপদী শিল্পীরা এখানে অংশগ্রহণ করছেন। ছন্দ ও ধ্রুপদী রাগকে মাথায় রেখে নৃত্য পরিকল্পনা করেছি।
আশা করছি দর্শকরা এটি ভালোভাবে গ্রহণ করবেন।”
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সেতারবাদক উস্তাদ শাহিদ পারভেজ ও তবলাবাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের যুগল পরিবেশনা। এছাড়া সুপ্রিয় গাঙ্গুলির ধ্রুপদী সঙ্গীত পরিবেশন এবং তবলায় সঙ্গত করবেন ডি সুব্রত।
স্বাধীনতা দিবসের আগমুহূর্তে ছন্দ এবং রাগার মিশেলে এই সন্ধ্যায় ঋতুপর্ণার নতুন ভাবনা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে বলে আশা করা হচ্ছে।
এমকে/টিকে