বলিউডে আবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল সালমান খানকে কেন্দ্র করে। সম্প্রতি লরেন্স বিশ্নোইয়ের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি সরাসরি প্রযোজক-পরিচালকদের হুমকি দিচ্ছেন সালমানের সঙ্গে কেউ কাজ করলে তাকে মৃত্যুর দায় বহন করতে হবে। এমনকি প্রয়োজন হলে মুম্বইয়ের রাস্তায় একে-৪৭ বন্দুক চালানোর কথাও বলেছেন বিশ্নোই।
এই হুমকি বার্তার পরই সালমানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’র সেট ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়েছে। যদিও নির্মাতারা বলছেন, শৈল্পিক কারণে শুটিং লোকেশন পরিবর্তন করা হচ্ছে। মুম্বইয়ের মেহবুব স্টুডিও থেকে শুটিং সরিয়ে নেওয়া হবে লাদাখে, যেখানে ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পটভূমিতে ছবির অ্যাকশন দৃশ্যগুলো ধারণ করা হবে।
পরিচালক অপূর্ব লাখিয়া জানান, গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে ছবির শেষ পর্যায়ে রুপোলি শহরে কিছু গানের দৃশ্য বা প্যাচওয়ার্ক প্রয়োজন হলে সেটিং ঠিক করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চালানোর ঘটনাও ছিল এই মহড়া-সংঘাতের অংশ। লরেন্স বিশ্নোই ও গোল্ডি ঢিঁলোর হাতে কপিল শর্মাকে ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়। তাদের দাবি, সালমানকে ডাকার জন্য কপিলকে এই দাম চোকাতে হয়েছে।
‘ব্যাটল অফ গলওয়ান’-এ সালমান খান কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন।