প্রথম সিনেমা ‘বরবাদ’ দিয়েই বাজিমাত করেছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। এবার এই নির্মাতার পরবর্তী সিনেমা ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, হৃদয়ের আগামী সিনেমায় দেখা যাবে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে! যে সিনেমার চিত্রনাট্য ছেড়ে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান!
অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নির্মাতা হৃদয়। গণমাধ্যমের সঙ্গে কথা হলে বিষয়টি ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব’ বলে জানান তিনি। পাশাপাশি শাকিব খানকে নিয়ে দেন নতুন সুখবর!
নির্মাতা জানান, ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতিমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি, যা নির্মিত হবে তিনটি সিক্যুয়েলে বা তিন ভাগে। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ।
গণমাধ্যমকে হৃদয় বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে আরও একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে—তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের। তারপরই এ বিষয়ে ঘোষণা দিব।’
যোগ করে বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় পার্ট! এটা আমরা একসঙ্গেই মুক্তি দিব। এমনকি তিন পার্টের শুটিংও টানা শেষ করে ফেলব।’
হৃদয় জানান, নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে শাকিবের। ইতিমধ্যে চিত্রনাট্য নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে।
এই নির্মাতা বলেন, ‘‘নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামীতে বড় কিছু আসছে। আমরা এরইমধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন।’’
এদিকে, সিয়াম-দীঘিকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, এ বিষয়ে হৃদয়ের ভাষ্য, ‘সামনের রোজার ঈদে দর্শকদের জন্য আমরা নতুন কিছু নিয়ে হাজির হব—এ কথা সত্যি। কিন্তু সেই সিনেমার চিত্রনাট্য শাকিব ভাই ফিরিয়ে দিয়েছেন এবং তাতে সিয়াম ও দীঘি অভিনয় করছেন—তা একেবারে সত্যি নয়, গুজব। যাঁরা এ নিয়ে নিউজ করেছেন, তাদের অবশ্যই আমার সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল।’
যোগ করে বলেন, ‘আমরা নতুন একটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি, সেখানে কারা অভিনয় করবেন—এ বিষয়ে আরও ১০-১৫ দিন পর জানা যাবে। আনুষ্ঠানিকভাবেই আমরা ঘোষণা দিব।’
প্রসঙ্গত, নির্মাতা হিসেবে মেহেদী হাসান হৃদয়ের পথচলা ২০১২ সালে। প্রথমদিকে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর টিভি নাটক নির্মাণের মধ্যদিয়ে পরিচালক হিসেবে হাতেখড়ি হয়। অবশেষে ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন তিনি।
এফপি/টিএ