বলিউড আর দক্ষিণী ছবির পরিসরে নিজের দাপট প্রমাণ করেও হৃদয়ের টান যেন বাংলা থেকে দূরে থাকতে দেয় না যিশু সেনগুপ্তকে। তাই ফের বাংলায় প্রত্যাবর্তন, এবার রাজকীয় মোড়কে।
শুধু অভিনয় নয়, প্রযোজনায় পা বাড়িয়েছেন তিনি, আর সেই প্রত্যাবর্তনের মঞ্চ অঙ্কুশ হাজরার পরবর্তী ছবি ‘মির্জা ২’।
প্রথম ‘মির্জা’য় ছিলেন দর্শকের প্রিয় কৌশিক গঙ্গোপাধ্যায় অ্যাকশন আর আবেগের অনবদ্য মিশেলে। কিন্তু তাঁর চরিত্রের সমাপ্তি ঘটেছিল গল্পে। তাই এবার আসছে নতুন তুখোড় প্রতিপক্ষ যিশু সেনগুপ্ত। অঙ্কুশ হাজরা জানালেন, “যিশুদা আবারও দুর্দান্ত খলনায়ক হয়ে আমার বিপরীতে থাকবেন, আর মির্জাকে সমানে-সমানে টক্কর দেবেন।”
চমকের খবর হলো, ছবির পরিচালক পরিবর্তনের গুঞ্জন থাকলেও তা ভুল প্রমাণ করেছেন অঙ্কুশ। প্রথম ছবির মতোই পরিচালনার দায়িত্বে থাকছেন সুমিত-সাহিল জুটি। প্রযোজনার ভার সামলাবেন সানি ঘোষ রায় ও স্নিগ্ধা বসু। নায়িকা হিসেবে থাকছেন আগের মতোই ঐন্দ্রিলা সেন, এবার আরও অ্যাকশন-ভরপুর চরিত্রে। মুম্বইয়ের বাঙালি চিত্রনাট্যকাররা লিখছেন নতুন গল্প, যা আরও তীক্ষ্ণ ও নাটকীয় হবে বলে জানানো হয়েছে।
বলিউডে সাফল্যের পর এই বাংলা প্রত্যাবর্তন যেন নতুন আগুন জ্বেলে দিয়েছে টলিপাড়ায়। নতুন বছরের শুরুতেই শুটিং শুরু, আর দর্শকদের মনে তৈরি হয়েছে অপেক্ষার ঝড়।
প্রথম ‘মির্জা’তে ছিল শক্তি, সম্মান ও আত্মমর্যাদার লড়াই। এবার ‘মির্জা ২’ সেই লড়াইকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় অঙ্কুশ আর যিশুর মুখোমুখি সংঘর্ষ বাংলা সিনেমার এক স্মরণীয় অধ্যায় হিসেবে রচিত হবে।
দর্শকরা অপেক্ষায়, প্রেক্ষাগৃহের অন্ধকারে সেই বিদ্যুতের ঝলকানি দেখার জন্য।
এমকে/টিএ