যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্সে’ ফিরছে আগুনঝরা অ্যাকশন। ‘ওয়ার ২’-এ আবারও দেখা যাবে হৃতিক রোশনের জনপ্রিয় মেজর কবীর চরিত্রকে। তবে এবার তাঁর সঙ্গে প্রথমবারের মতো যোগ দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউডের জনপ্রিয় নায়িকা কিয়ারা আদবানি। প্রায় তিন ঘণ্টার এই অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই পেয়েছে সেন্সর বোর্ডের ইউ/এ সার্টিফিকেট।
কিন্তু মূল আলোচনায় এখন ছবির পোস্ট-ক্রেডিট সিকোয়েন্স। সূত্রের দাবি, এই দৃশ্যে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খানকে তাঁর ‘পাঠান’ চরিত্রে, সলমন খানকে ‘টাইগার’ অবতারে, সঙ্গে থাকবেন আলিয়া ভাট ও শার্বরী ওয়াঘ। এখানেই শুরু হবে নতুন অধ্যায়— যেখানে আলিয়া ও শার্বরীকে গড়ে তোলা হবে আসন্ন ‘আলফা’ ছবির মূল গুপ্তচর হিসেবে।
শাহরুখ, সলমন, হৃতিক, জুনিয়র এনটিআর, কিয়ারা— আর নতুন গুপ্তচর আলিয়া-শার্বরীর সমন্বয়ে বলিউডের স্পাইভার্স যেন আরও বিস্তৃত ও শক্তিশালী হতে চলেছে। ভক্তদের মতে, এ এক মহাযুদ্ধের প্রস্তুতি, যা ভবিষ্যতের অ্যাকশন সিনেমার মানচিত্রই বদলে দিতে পারে!
এফপি/ টিএ