প্রিয়াঙ্কা চোপড়া আবারো ফিরেছেন তাঁর বিশেষ চরিত্র ঝিলমিল হিসেবে, যা তাকে এনে দিয়েছিল ২০১২ সালের প্রশংসিত ছবি ‘বারফি!’তে অসাধারণ সাফল্য। এই চরিত্রটি নিয়ে তিনি শেয়ার করেছেন পেছনের নানা গল্প ও অভিনয়ের কঠিন মুহূর্তগুলো।
তিনি জানিয়েছেন, ২০০৯ সালে ‘অঞ্জানা অঞ্জানি’ ছবির শুটিং চলাকালীন রানবীর কাপুর তাঁকে ‘বারফি!’র গল্পটি প্রথমে জানান। যদিও তিনি আগ্রহী ছিলেন, পরিচালক অনুরাগ বসু প্রথমে ভাবতেই পারেননি যে গ্ল্যামারাস ইমেজের প্রিয়াঙ্কা ঝিলমিলের মতো চরিত্রে মানিয়ে নিতে পারবেন।
নিজেকে প্রমাণ করার জন্য প্রিয়াঙ্কা পাঁচ দিনের এক বিশেষ কর্মশালায় অংশ নেন। সেখানে তিনি অটিজম স্পেকট্রাম সম্পর্কিত বিভিন্ন আচরণ অধ্যয়ন করে নিজেকে চরিত্রের সঙ্গে মানিয়ে নেন। নিজের স্বস্তির বাইরে গিয়ে ঝিলমিলের নির্দোষতা ও গভীরতা ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
এই অভিনয় আজও প্রিয়াঙ্কার ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে গণ্য হয় এবং তার বহুমুখী অভিনয়ের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। ‘বারফি!’ ছবির ঝিলমিল চরিত্রের জন্য প্রিয়াঙ্কার এই যাত্রা নতুন উচ্চতায় পৌঁছায়।
এফপি/ এস এন