গেল মাসেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গত ১৫ জুলাই তার কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। অভিনেতা-স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জীবনের এই নতুন ইনিংস জমিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।
মাতৃত্বের এই জার্নি যে তার কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝে মাঝেই বুঝিয়ে দিচ্ছেন কিয়ারা।
এবার সেই মুহূর্ত নিয়ে আরো একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী।
শনিবার ভোররাতে নিজের নতুন এই জার্নি নিয়ে এক পোস্টে কিয়ারা লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ বোঝার অপেক্ষা রাখে না যে এই পোস্ট তার সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন জার্নিকেই বোঝাতে চেয়েছেন কিয়ারা।
উল্লেখ্য, মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন।
৩৪ বসন্তে পা রাখেন কিয়ারা আদভানি। সেই অনুভূতিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছিলেন তিনি। অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’
এর আগে ২০২৩ সালে চার হাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার।
চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-ঘরনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হলেন তারা। সামনেই মুক্তি পাবে কিয়ারার নতুন ছবি ‘ওয়ার ২’।
যা মা হওয়ার পর কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে।
এমকে/টিএ