পেয়াজের গায়ে আগুন, হিলিতে কমলেও বেড়েছে ঢাকায়

হঠাৎ করেই অস্থিরতা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার পেঁয়াজের বাজারে। ৪ দিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজারে আড়তদাররা বলছেন, চলতি মৌসুমে প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন কম হওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পেঁয়াজের আমদানি হয়নি। যে কারণে বাজারের এই হাল।  

তবে ঢাকার পাইকারি ও খুচরা বাজারে পেয়াজের দাম উর্ধমূখী হলেও হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

সেখানে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা।সপ্তাহের প্রথম দিন শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকা।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ