হেঁটে বেড়াচ্ছেন ইরানের মৃত পরমাণু বিজ্ঞানীরা!

ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু বানিয়েছিলো ইসরায়েল। ১২ দিনের বিমান হামলায় তারা ইরানের পরমাণু স্থাপনা এবং বিজ্ঞানীদের শেষ করতে চাইলেও ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীর মধ্যে ১৫ জনের বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে আছেন।

নিরাপত্তাজনিত কারণেই তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন বলেও জানা গেছে। সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানীদের পরিবারসহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন, তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

দ্য টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা। এই পরিস্থিতিকে তারা ‘মারা যাওয়া মানুষের হাঁটাহাঁটি’র সঙ্গে তুলনা করছেন। একইসঙ্গে তারা জানাচ্ছেন, যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুন জানান, ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করেনি। তিনি বলেন, ইসরায়েল-ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে।

সিএসবিএস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তিনটি বি-২ বোমারু বিমান ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রত্যেক বিমানে দুটি করে ‘বাঙ্কার-বাস্টার’ বোমা (GBU-57 Massive Ordnance Penetrators) ছিলো, যা অত্যন্ত ভারী এবং শুধুমাত্র বি-২ বিমানে নিক্ষেপ করা যায়।

ফোর্দো ইরানের একটি প্রধান উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র, যা পর্বতের নিচে প্রায় ৩০০ ফুট গভীরে অবস্থিত। এছাড়া, নাতাঞ্জ ও ইসফাহান নামের আরও দুই পারমাণবিক স্থাপনাতেও যুক্তরাষ্ট্র হামলা করে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, হামলা তাদের পারমাণবিক উন্নয়নে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম দুই বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদী মোহাম্মাদি বলেন, ‘ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। তারা কয়েক রাত ধরে ফোর্দো সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিলো। হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

তারেক রহমান বললেন, শীঘ্রই সরাসরি দেখা হবে Aug 11, 2025
ঢাকা-১৪’র স্বপ্নজীবী, ঢাকা-২ নয়! নির্বাচন বর্জনের হুমকি দিলো জনতা! Aug 11, 2025
রমনা পার্কের মহিলা টয়লেটে চাঞ্চল্য! অন্তরঙ্গ অবস্থায় ধরা যুগল Aug 11, 2025
নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর যে অবজারভেশন Aug 11, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 11, 2025
ইসরায়েলি পদক্ষেপে ক্ষুব্ধ এরদোয়ান Aug 11, 2025
আ.লীগের আন্তর্জাতিক কার্যক্রম সরকারের নিয়ন্ত্রণে: প্রেস সচিব! Aug 11, 2025
img
যেসব আশ্বাসে প্রত্যাহার হল পরিবহন ধর্মঘট Aug 11, 2025
img
ফাইনালে সেঞ্চুরি না পাওয়ায় আক্ষেপে পুড়ছেন রিজান Aug 11, 2025
img
গণঅভ্যুত্থানে আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ Aug 11, 2025
img
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের আহ্বান জামায়াতে ইসলামীর Aug 11, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না : আবুল হোসেন আজাদ Aug 11, 2025
img
তেহরান সফরে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উপ মহাপরিচালক Aug 11, 2025
img
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে : প্রেস সচিব Aug 11, 2025
img
এনসিপি নেতাকর্মীদের আনন্দের বার্তা দিলেন আখতার হোসেন Aug 11, 2025
img
ফজলুর রহমানকে একহাত নিলেন নুরুল ইসলাম বুলবুল Aug 11, 2025
img
চট্টগ্রামে এনসিপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ Aug 11, 2025
img
সিলেটে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারে দগ্ধ ৫ জন Aug 11, 2025
img
ড. ইউনূসের মালয়েশিয়া সফর উভয় দেশের সম্পর্ক আরও জোরদার করবে Aug 11, 2025
img
সাবেক এমপি বাহার ও তার মেয়েসহ ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলায় চার্জশিট দাখিল Aug 11, 2025