এএফসি অ-২৩ টুর্নামেন্টের জন্য চলছে অনুশীলন। বেশ কয়েক দিন পর আবার আজ অনুশীলনে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল। ১৯ দলের আংশিক স্কোয়াডে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। মিডিয়ার সামনে তিনি বাংলাদেশের জার্সিতে অনুশীলনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
বাংলাদেশের জার্সিতে অনুশীলন করে বেশ সন্তুষ্ট আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ, 'অনুশীলন ভালো হচ্ছে। আমাদের ভালো গ্রুপ আছে, ভালো মেধা ও বন্ডিং।’ জায়ান আমেরিকায় ছিলেন। সেখান থেকে বাংলাদেশে নতুন পরিবেশে এসেছেন। সপ্তাহের খানেকের অনুশীলনে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি, ‘প্রথম দিন থেকে প্রতিদিনই উন্নতি হয়েছে। সবার সঙ্গে সম্পর্ক ও অনুশীলন কৌশল’
বাংলাদেশ অ-২৩ দিন তিনেক পর বাহরাইন যাবে। সেখানে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ। আমেরিকান থেকে এসেছেন জায়ান। বাংলাদেশে কয়েক দিন অনুশীলনের পর এখন আবার বাহরাইন সফর। আবহাওয়া ও খাবারের সঙ্গে তার মানিয়ে নেয়া অন্যদের চেয়ে চ্যালেঞ্জিং। তবে তিনি সেটা নিতে প্রস্তুত, 'আমরা খেলোয়াড় পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হয়। খাওয়া-দাওয়া ঠিক আছে। এখানের অনুশীলন মাঠ ভালো, বৃষ্টি হলে একটু কষ্ট হয় তবে বেশি না।
এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের ভেন্যু ভিয়েতনামে। সেখানে ভালো কিছু প্রত্যাশা করছেন জায়ান। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকা তার জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আশাবাদী বাহরাইনের মতো ভিয়েতনামেও মূল দলের সঙ্গী হতে পারবেন। তার বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। বাবা শরীফ সিনিয়র জাতীয় দলে খেলতে পারেননি। ছেলে জায়ান সেই স্বপ্ন পূরণ করতে চান। আমেরিকা থেকে দূরে থেকে পরিবারকে মিস করলেও দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্রত জায়ানের।
ইউটি/টিএ