জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার (১৩ আগস্ট)।
শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবী। এই মামলায় কারাগারে থাকা ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত ৭ জুলাই প্রসিকিউশনের শুনানি শেষে, আসামিপক্ষের শুনানির জন্য এক সপ্তাহ সময় দিয়ে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন জানায়, ৪ আগস্ট একজন ও ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। মরদেহ পোড়ানোর সময়ও একজন জীবিত ছিল বলে উল্লেখ করে প্রসিকিউশন। এ মামলায় মোট ১৬ জন আসামি। যার মধ্যে গ্রেফতার আট আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক। পলাতক এই আট আসামির পক্ষে দুজনকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ বুধবার। এর আগে সোমবার সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা।
এফপি/এসএন