একসময় বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দর্শককে মুগ্ধ করে রেখেছিল। কিন্তু সেই রঙিন দুনিয়া থেকে অনেক দূরে, বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি নিজের জীবনকে নতুনভাবে সাজিয়েছেন।
অভিনয়কে বিদায় জানালেও প্রভা নিজেকে গুটিয়ে নেননি। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায়, এখন তিনি একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সেখানেই তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে জীবনের আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নেন। সম্প্রতি প্রভা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রে মাছ ধরছেন। খোলা চুল আর মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হয়েছেন প্রভা, যা তার অনুরাগীদের ভালোবাসায় সিক্ত করেছে। তার এই নতুন রূপ দেখে অনেকে যেমন অবাক হয়েছেন।
তেমনি তার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানিয়েছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দারুণ মুহূর্ত, অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার চমৎকার মাছ ধরার ছবির জন্য অসংখ্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন সাদিয়া জাহান প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। কিন্তু এখন তিনি অভিনয় জীবনের আলো-ঝলমলে জগৎ ছেড়ে ভিন্ন পথে হেঁটে চলেছেন, যা তার অনুরাগীদের জন্য এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।
এসএন