রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে হোয়াইট হাউসে ইউরোপ এবং ন্যাটো নেতাদের সঙ্গে চলমান বৈঠক থামিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ট্রাম্প। জার্মানিভিত্তিক দৈনিক বিল্ড প্রথম এই সংবাদ প্রকাশ করে।
পরে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে জেলেনস্কির সঙ্গে বৈঠক শুরু হয় ট্রাম্পের। ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক উপলক্ষে হোয়াইট হাউসে আসেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ডের রাষ্ট্র/সরকারপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও।
জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ করে স্থানীয় সময় বেলা ৩ টার দিকে তাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নের সেই কূটনীতিক জানান, বৈঠকের আলোচনার মধ্যেই পুতিনকে ফোন করেন ট্রাম্প, কিছু সময় তার সঙ্গে কথা বলেন এবং ফোনালাপ শেষ হওয়ার পর ফের ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন।
ট্রাম্প অবশ্য আগেই বলেছিলেন যে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন।
সোমবার জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ইউরোপের যেসব নেতাদের সঙ্গে ট্রাম্প বৈঠক করেছেন, তারা হলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক ম্যার্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।
সূত্র : রয়টার্স
এমআর/টিকে