বলিউডের মহাপ্রজেক্ট ‘রামায়ণ’-এ নতুন মাত্রা যোগ করলেন অমিতাভ বচ্চন। আগেই নিশ্চিত করা হয়েছিল যে তিনি এই সিনেমায় জটায়ুর কণ্ঠে অভিনয় করবেন। এবার জানা গেছে, নির্মাতারা তাকে সিনেমাটির ন্যারেটর হিসেবেও যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
যদি এই প্রস্তাব চূড়ান্ত হয়, তাহলে সিনেমাটির মান আরও বেড়ে যাবে। ‘রামায়ণ’ সিনেমাটিতে মূল চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, যশ ও সানি দেওল। অমিতাভ বচ্চনের কণ্ঠ ও প্রভাবশালী উপস্থিতি সিনেমাটিকে আধ্যাত্মিক গভীরতা ও দৃশ্যমান ভিশ্যুয়াল আবহে সমৃদ্ধ করবে।
এই মহা প্রজেক্টকে ইতিমধ্যেই ভারতের বড় বাজেটের সিনেমার মধ্যে স্থান দেওয়া হয়েছে। বিগ বি’র কণ্ঠ যুক্ত হলে সিনেমার আকার, আধ্যাত্মিকতা এবং গল্প বলার ক্ষমতা আরও সমৃদ্ধ হবে। দর্শকরা অপেক্ষা করছেন সেই দিনটির জন্য, যখন বচ্চনের কণ্ঠের মাধুর্য্য ও ন্যারেশনের যাদু ‘রামায়ণ’-কে পরিপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করবে।
এফপি/ টিএ