কিছু গল্প এমন হয়, যেগুলো কেবল বলা হয়েই জীবন্ত হয়ে ওঠে। ভারতের সাহসী সেনা হাবিলদার মুরলী নায়কের জীবনকাহিনি ‘অপারেশন সিন্দুর’-এ নিজের প্রাণ বাজি রেখে সেবার চূড়ান্ত ত্যাগ দেখানো সেই গল্পই এবার বড় পর্দায় ফুটবে। সেনার পরিবারের উপস্থিতিতে একটি আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়। ছবিটি প্রযোজনা করছেন কে. সুরেশ বাবু, বিশন ফিল্ম ফ্যাক্টরির তত্ত্বাবধানে, যা তাদের প্রথম বড় প্রযোজনা হিসেবে চিহ্নিত হবে।
প্যান-ইন্ডিয়া বায়োপিক হিসেবে তৈরি এই ছবির মূল প্রতিপাদ্য হবে “বলিদান পরম ধর্ম”। প্রধান চরিত্রে অভিনয় করছেন গৌতম কৃষ্ণ। প্রকাশিত প্রথম পোস্টারে দেখা গেছে, কৃষ্ণ পুরো সামরিক সাজে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন, পাশে দাঁড়াচ্ছেন সহসেনারা, সামনে চলছে ট্যাঙ্ক, এবং আকাশে উড়ছে যুদ্ধবিমান। এই দৃশ্যের মাধ্যমে চিত্রায়িত হয়েছে সাহস, ত্যাগ এবং গৌরব।
কল্লিতান্ডা গ্রামের মুরলী নায়ক সাহস ও দেশপ্রেমের এক অমোঘ উদাহরণ। তার জীবনকাহিনি এবার শুধু তাঁর কমিউনিটির জন্য নয়, সমগ্র দেশের কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করবে।
এই চলচ্চিত্র দক্ষিণ ভারতের সকল ভাষা ও হিন্দিতে মুক্তি পাবে। দর্শকেরা দেশজুড়ে এই ত্যাগের গল্প দেখতে পাবেন এবং মুরলী নায়কের সাহস ও ন্যায়পরায়ণতার প্রতিচ্ছবি বড় পর্দায় উপভোগ করতে পারবেন।
এফপি/ টিএ