দীপাবলির উৎসব ঘিরে নতুন চমক নিয়ে হাজির হচ্ছে মাডক ফিল্মস। বহু প্রতীক্ষিত সিনেমা ‘থামা’র প্রথম লুক পোস্টার সম্প্রতি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রপাড়ায় শুরু হয়েছে উত্তেজনার ঢেউ।
প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা ও দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা। আয়ুষ্মান এখানে ‘আলোক’ চরিত্রে হাজির হয়েছেন, যাকে পরিচিত করা হয়েছে ‘ইনসানিয়াতের শেষ আশা’ হিসেবে। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে ‘তাড়কা’ রূপে, যাকে বলা হচ্ছে ‘আলোর একমাত্র রহস্যময় কিরণ’। এই চরিত্রগুলো দর্শকের কৌতূহল আরও বাড়াচ্ছে।
সিনেমাতে শুধু প্রধান জুটি নয়, রয়েছেন দুই শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। তাদের অভিনয় এবং উপস্থিতি সিনেমার গল্পকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম লুক পোস্টারে প্রতিটি চরিত্রকে রহস্যময় ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে।
‘থামা’ সিনেমাতে ভৌতিক আবহের সঙ্গে হাস্যরসও মিলিয়ে নেওয়া হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, দীপাবলির উৎসবমুখর সময়ে এটি দর্শকদের জন্য নিখুঁত বিনোদন হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে দর্শক ও ভক্তদের উন্মাদনা।
অন্যদিকে, সিনেমার কাহিনি ও চরিত্রের ছোট ছোট ধাঁধাঁ দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়াচ্ছে। উৎসবের মৌসুমে এই সিনেমা বলিউডে বড় চমক হিসেবে আবির্ভূত হতে পারে- এমনটাই মনে করছেন সিনেমাপ্রেমীরা।
কেএন/এসএন