বলিউড ও টেলিগ্রাফের চলচ্চিত্রপাড়া এখন মেগা পাওয়ারস্টার রাম চরণের নতুন সিনেমা ‘পেড্ডি’ নিয়ে উত্তেজনায় ফেটে পড়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এই অ্যাকশন ড্রামা চলচ্চিত্রে চরণ একাধিক নতুন লুকে দর্শকদের চমকে দেবেন বলে জানা গেছে। পরিচালক বুচি বাবু সানা জানিয়েছেন, সিনেমাটি মূলত গ্রামের রাজনীতি ও গ্রামীণ খেলাধুলার ওপর ভিত্তি করে তৈরি, যা রাম চরণের বিখ্যাত ব্লকবাস্টার ‘রঙ্গস্থলম’ এর সঙ্গে তুলনীয়।
প্রথমবারের মতো চরণকে একাধিক ভিন্ন চেহারায় দেখা যাবে। তিনি হাজির হবেন লম্বা চুল ও দাড়ি রাখা রাগিং চরিত্রে, সেই সঙ্গে আরও একাধিক চমকপ্রদ রূপে যা তার আগে কখনো দেখা যায়নি। নির্মাতারা বলছেন, এই চরিত্রে চরণকে এতটা কাঁচা, জোরালো ও আবেগমাখা রূপে তুলে ধরা হবে, যা তাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
সিনেমাতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন জানভি কাপুর। এছাড়া কন্নড় সুপারস্টার শিবারাজ কুমারও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ. আর. রহমান।
বাণিজ্যিক মহল ইতিমধ্যেই বলছে, ‘পেড্ডি’ হতে পারে রাম চরণের বড় ব্যাক-টু-ব্যাক সাফল্যের সূচনা, যা ‘গেম চেঞ্জার’ এর পর তার বড় ফিরতি সিনেমা হিসেবে সাড়া ফেলবে। নির্মাতারা আশা করছেন, ২০২৬ সালের গ্রীষ্মে এই সিনেমামুক্তি পাবে এবং বছরটির অন্যতম প্রতীক্ষিত গণবিনোদন হিসেবে দর্শকদের সামনে আসবে।
প্রথম দর্শকরা ইতিমধ্যেই সিনেমার লুক ও চরিত্র ঘিরে কৌতূহল প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে চলছে নানা আলোচনা, যা সিনেমার জনপ্রিয়তা আরও বাড়াচ্ছে।
কেএন/এসএন