হঠাৎ করেই এক দিনের ক্রিকেটে আইসিসির ব্যাটিং র্যাঙ্কিং থেকে সরিয়ে দেয়া হয়েছিল ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম। যদিও এমন ঘটনার প্রায় এক ঘণ্টার মধ্যে দু’জনের নাম আবারও র্যাঙ্কিংয়ে ফিরে আসে। গত সপ্তাহের তালিকায় রোহিত শর্মা ৭৫৬ পয়েন্ট নিয়ে ছিলেন দ্বিতীয় স্থানে, আর কোহলি ৭৩৬ পয়েন্ট ছিলেন চতুর্থ স্থানে।
বুধবার (২০ আগস্ট) প্রথমে প্রকাশিত তালিকায় তাদের নাম দেখা যায়নি। যে রেটিংয়ে প্রথম স্থান দখল করেছিলেন শুভমন গিল। রোহিতের অনুপস্থিতিতে বাবর আজম দুই নম্বরে উঠে যান, পরে রোহিতের নাম ফেরানো হলে বাবর তিন নম্বরে ফিরে যান।
আইসিসির নিয়মানুযায়ী, কোনও ক্রিকেটার যদি গত ৯–১২ মাস একদিনের ক্রিকেট না খেলেন বা ওই ফরম্যাট থেকে অবসর নেন, তবে র্যাঙ্কিং থেকে নাম সরানো হয়। তবে কোহলি এবং রোহিত দু’জনই মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পর্যন্ত খেলেছেন। এরপর ভারত কোনও একদিনের ম্যাচ খেলেনি, যা পাঁচ মাসের মধ্যে হলেও নাম সরানোর যোগ্য সময় নয়।
আইসিসি এই আচমকা নাম সরানোর বা আপডেটের বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এছাড়া ব্যাটিং র্যাঙ্কিংয়ের আপডেটের তারিখ দেখাচ্ছিল ১০ আগস্ট, যদিও অন্য বিভাগগুলোর ‘আপডেট’ ছিল ১৯ আগস্ট।
এদিকে উইজডেন আইসিসির সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, এই সপ্তাহের র্যাঙ্কিংয়ে একাধিক সমস্যা বর্তমানে তদন্তাধীন।
পরবর্তীতে শিগগিরই টেকনিক্যাল সমস্যা সমাধান করা হয় এবং র্যাঙ্কিং পুনরায় প্রকাশিত হয়। এতে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের বাদ দেয়া হয়, আর রোহিত শর্মা ও বিরাট কোহলি আগের মতো তাদের অবস্থান ধরে রাখেন।
এফপি/টিএ