মতিঝিল-গুলিস্তানে ১১৫টি দোকান ও স্থাপনা উচ্ছেদ

নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক টংদোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির নির্বাহী হাকিম ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে বুধবার দুপুরে গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেটের সামনে, ফনিক্স রোড ও গোলাপ শাহ মাজার এলাকায় অভিযান চালানো হয়। এতে ফুটপাতে থাকা ভাতের হোটেল, ফলের দোকান ও জুতার দোকান ভেঙে দেয়া হয়। এই এলাকায় অন্তত ৫৫টি দোকান ভেঙে দেয়া হয়েছে। তাছাড়া মতিঝিলের ৬০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

মতিঝিলের ইসলাম টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পাশের রাস্তা ও ফুটপাতের ওপর অবৈধভাবে নির্মিত অস্থায়ী কাপড়ের দোকান, ফলের জুসের দোকান, ভাতের হোটেলসহ প্রায় ৬০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান সম্পর্কে নির্বাহী হাকিম ইরফান উদ্দিন আহমেদ বলেন, যেকোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত রাখতে তৎপরতা অব্যাহত আছে।

 

টাইমস/এসআই

Share this news on: