ওপার বাংলার শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পালের রসায়ন। পরপর তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা; শুরুটা হয়েছিল ‘খাদান’ দিয়ে। সেই ছবিতে দেব-ইধিকার অনবদ্য রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’ ছবিতে একই জুটি হাজির হয়েছেন। এই জুটির কারণে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ‘ডেটিং’ সংক্রান্ত গুঞ্জন।
তবে এই গুঞ্জনের পেছনে কিছু নানান যুক্তিও রয়েছে। ভক্তদের একাংশের ধারণা, দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র তাকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। পরে বিষয়টি টেকনিক্যাল গ্লিচ হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ঘটনার ভিত্তিতে ভক্তরা ধরে নেন, দেব-রুক্মিণীর সম্পর্ক ভালো নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে দেবের সঙ্গে ডেটিং গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “আমি এটা নিয়ে কখনো ভাবিনি। এতদূর যাইনি। এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে, আমাকে তা খুব একটা বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদেরও বিচলিত করছে না, তাহলে আমাকে কেন করবে।”
ইধিকার অভিনয় জীবন শুরু হয় ছোট পর্দা দিয়ে। বড় পর্দায় প্রথম কাজ ছিল বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা, যেখানে তার বিপরীতে ছিলেন শাকিব খান। বাংলাদেশে তাকে ডাক দেয়া হয় ‘শাকিবের নায়িকা’ হিসেবে। এরপরই ‘খাদান’ সিনেমার মাধ্যমে ওপার বাংলার নায়িকা হওয়ার সুযোগ পান ইধিকা।