জুলাই জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়ায় মতামত জমা দিয়েছে আরও ৩টি রাজনৈতিক দল।
রোববার (২৪ আগস্ট) দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে বলে কমিশনের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।
তবে এখনো ৪টি রাজনৈতিক দল মতামত জমা দেয়নি। নতুনভাবে মতামত দেওয়া দলগুলো হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য।
অন্যদিকে এখনো জুলাই জাতীয় সনদ ২০২৫ এর বিষয়ে মতামত জমা দেয়নি গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।
জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল
এর আগে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর সমন্বিত চূড়ান্ত খসড়ায় মতামত দেওয়ার সময় শেষ হয়েছে গতকাল। এদিন মোট ২৩টি রাজনৈতিক দল ও জোট কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। তবে সাতটি দল কোনো মতামত দেয়নি। অন্যদিকে ঐকমত্য কমিশনও মতামত দেওয়ার সময় বৃদ্ধি করেনি। জানা গেছে, জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া চূড়ান্ত হলেও সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো মুখোমুখি অবস্থানে।
মৌলিক ইস্যুগুলোতে এখন পর্যন্ত ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। অন্যদিকে, সনদের আইনি ভিত্তি দেওয়া ও বাস্তবায়নের পথ খুঁজছে ঐকমত্য কমিশন।
টিকে/