আফরান নিশো দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীদের একজন। তবুও তার জীবনযাপন একেবারেই সরল ও সাধারণ। খ্যাতি কিংবা জনপ্রিয়তা তাকে আলাদা করে তোলে না মানুষের কাছ থেকে। তিনি এখনও ইচ্ছে হলে সাধারণ মানুষের মতো পাবলিক বাসে ওঠেন, টং দোকানে বসে চা খান, কিংবা মাঠে ঘাসের ওপর হেঁটে বেড়ান। এমনকি গোসল করার ইচ্ছে হলে খালবিলে নেমেও যান।
দুই বছর বিরতির পর তিনি ফিরেছেন ভিকি জাহেদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ আঁকা-তে। হইচই প্ল্যাটফর্মে ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ সিরিজ। মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনধারা ও দর্শন নিয়ে অকপটভাবে কথা বলেছেন নিশো।
নিজের সরল জীবনযাপনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিশো বলেন, তার কাছে এসব কোনো কুসংস্কার নয়, বরং এটাই তার জীবনধারা। তার ভাষায়, ‘‘আমার কাছে হাইপ বা প্রটোকল খুব অপ্রয়োজনীয় ও অপচয় মনে হয়। আমি চাই আমার কাজগুলো অসাধারণ হোক, কিন্তু মানুষ হিসেবে আমি সাধারণই থাকব।’’
নিশো মনে করেন, তার ভক্তদের সঙ্গে দূরত্ব নয়, বরং কাছাকাছি সম্পর্ক তৈরি করা জরুরি। তিনি বলেন, ‘‘আমার কাছে হিরো বলে আলাদা করে ধরা ছোঁয়ার বাইরে থাকা প্রয়োজন মনে হয় না। আমি চাই আমার যোগ্যতা যত বাড়বে, আমি তত মাটির কাছাকাছি থাকি।’’
আঁকা-তে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। দুই বছর পর নতুন এই সিরিজে তার প্রত্যাবর্তন ভক্তদের জন্য বিশেষ আনন্দের। তবে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু তার অভিনয় নয়, বরং তার জীবনদর্শনও, যা তাকে আলাদা করে নিয়ে গেছে ভক্তদের হৃদয়ে।
এসএস/টিকে