গুরুতর জটিল রোগ ফ্রন্টোটেম্পোরাল ডিমনেশিয়ায় আক্রান্ত বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ব্রুস উইলিস। ধীরে ধীরে সব স্মৃতি ভুলতে বসেছেন অভিনেতা। যে কারণে বর্তমানে পরিবার থেকে দূরে ‘বিশেষ বাড়িতে’ থাকছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ব্রুস উইলিসের স্ত্রী এমা হেমিং উইলিস সম্প্রতি সংবাদমাধ্যমে জানান, অভিনেতার মস্তিষ্ক অকেজো হতে শুরু করেছে। ভাষা হারিয়ে যাচ্ছে তার। তার সাথে কথা বলা কিংবা ভাবের আদান প্রদানও খুব কষ্টকর প্রক্রিয়া হতে শুরু করেছে। তাই কষ্টকর হলেও হৃদয়বিদারক সিদ্ধান্ত নেন তিনি।
কষ্ট হলেও ব্রুসের বিশেষ যত্ন প্রয়োজন হওয়ায় 'চব্বিশ ঘন্টা যত্ন' নিশ্চিত করতে তাকে একটি কেয়ার হোমে রাখার ব্যবস্থা করেন এমা। পরিবার থেকে দূরে সেখানেই বিশেষ যত্নে এখন বসবাস করছেন হলিউডের এ খ্যাতিমান তারকা। ৪৭ বয়সী এমা স্বামীর অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন,
৭০ বছর বয়সী একজন বৃদ্ধ স্বামীর ক্ষেত্রে এমন কঠিন সিদ্ধান্ত নেয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু তবুও আমাকে সেটা করতে হয়েছে তার যত্নের কথা ভেবে।
এমা আরও বলেন,
সুস্থ থাকলে পরিবার ছেড়ে, দুই মেয়েকে ছেড়ে কখনও ব্রুস অন্যত্র থাকতে চাইতেন না। আমি তা জানি। কিন্তু এখন এমন পরিস্থিতি যে ওর মস্তিষ্কের প্রায় সব স্মৃতি মুছে যাচ্ছে। ও কিছুই মনে রাখতে পারছে না। শৈশবের স্মৃতি ছাড়া খুব কম স্মৃতিই ওর মনে থাকে।
নিজেকে একটু সামলিয়ে অভিনেতার স্ত্রী বলেন,
ওকে ছেড়ে থাকা কঠিন। অসুস্থ ওকে ছেড়ে থাকাটা আরও কঠিন। কিন্তু বাড়িতে ওর ঠিকমত যত্ন হচ্ছিল না। তাই কেয়ার হোমে ভরসা করছি। সেখানে ও ২৪ ঘণ্টা যত্নে রয়েছে। আমি প্রতিদিন সকালে নাশতা আর রাতের খাবার ওর সঙ্গে খাই। ওর সঙ্গে সময় কাটাই। দুই মেয়ে, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যরা নিয়মিত ওর সঙ্গে দেখা করে আসে। ও এখনও আমাদের সাথে আছে, এটাই এখন আমাদের বড় সুখ।
ক্যারিয়ারে ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ব্রুস উইলিস। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ডাই হার্ড’, ‘দ্য সিক্সথ সেন্স’, ‘দ্য ফিফথ এলিমেন্টস’, ‘পাল্প ফিকশন’ ইত্যাদি।
ইএ/টিকে