বলিউডে উত্তেজনার লহর চলছে পরিচালক হোমি আডাজানিয়ার একটি রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। পোস্টে দেখা গেছে শাহিদ কাপুর, কৃতি সেনন এবং রাশমিকা মন্দানার পেছনের দৃশ্যের ছবি, সঙ্গে লেখা ছিল “#দি সিসিলিয়ান চ্যাপ্টার” এবং “কাজ চলছে”। অনেকে বিশ্বাস করছেন, এটি ২০১২ সালের হিট সিনেমা ‘ককটেল’-এর সম্ভাব্য সিক্যুয়েলের ইঙ্গিত।
প্রথম সিনেমা ‘ককটেল’-এর গল্প, রঙিন ন্যারেটিভ এবং চরিত্রগুলোর আন্তঃসম্পর্ক দর্শকদের মনে বিশেষ ছাপ রেখেছিল। নতুন ছবিতে শাহিদের তীব্রতা, কৃতির মাধুর্য এবং রাশমিকার সতেজতা মিশ্রিত হয়ে দর্শকদের জন্য এক নতুন রসায়ন তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন তিনজন চরিত্রের সংমিশ্রণ ইতিমধ্যেই বলিউড মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। হোমি আডাজানিয়ার পরিচালনায় এই নতুন অধ্যায়, যদি সত্যিই নির্মিত হয়, তবে আগামী ২০২৬ সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হতে পারে।
অভিনেতা-পরিচালক সূত্রের খবর, ছবিটি এখনও প্রাথমিক কাজের পর্যায়ে রয়েছে, তবে ভক্তদের আগ্রহ ইতিমধ্যেই আকাশছোঁয়া। ছবির শুটিং, চরিত্র বিকাশ এবং কাহিনীর সূচনা নিয়ে বর্তমানে বিশেষ তথ্য গোপন রাখা হয়েছে।
এমকে/এসএন